ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে শনিবার ইসরায়েলি বাহিনীর হাতে ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। শনিবার ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বাড়ির ছাদে অবস্থানরত এক তরুণ বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ ফরিদ হাসান জানিয়েছেন, নিহত তরুণ নাবলুসের কাছের শহর কুসরার বাসিন্দা। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে হতাহতের তথ্য নিশ্চিত না করলেও দাবি করেছে, এক ব্যক্তি বাড়ির ছাদ থেকে থেকে তাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করলে প্রতিক্রিয়ায় সৈন্যরা তার দিকে গুলি ছোঁড়ে।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, কুসরায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘাতের ঘটনা ঘটে। দুই পক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকলে সেখানে এই সংঘাতের সূত্রপাত ঘটে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রায়ই প্রতিবাদ আর বিক্ষোভ প্রদর্শন করে আসছে। ২৮ লাখ জনগোষ্ঠীর ফিলিস্তিনিদের বিপরীতে অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় পৌনে পাঁচ লাখ ইহুদি বসবাস করছেন।
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এর সরকার নাবলুসের এভিয়াটার বসতি থেকে ইহুদিদের জোরপূর্বক তুলে দেওয়ার পর শুক্রবার সংঘাতের সূচনা ঘটে। সেটি দখল করে সামরিক ঘাঁটি তৈরির নতুন পরিকল্পনা করেছে ইসরায়েল সরকার।
এএস