মানচিত্র বিতর্কে ভারতে টুইটার প্রধানের বিরুদ্ধে এফআইআর
ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। বিতর্কিত মানচিত্র ইস্যুতে মঙ্গলবার (২৯ জুন) দেশটির উত্তরপ্রদেশের পুলিশ এফআইআর দায়ের করে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টুইটারের টুইপ লাইফ বিভাগের মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখকে ভারতের বাইরের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বিকৃত এই মানচিত্র ভারতীয় একজন টুইটার ব্যবহারকারী সামনে আনেন। পরে অনেকেই এটি নিয়ে টুইটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতের বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি সংশোধিত আইন, ২০০৮-এর ৭৪ নম্বর ধারায় ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ।
টুইটারের নীতিমালা নিয়ে ভারতের সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। কিছুদিন আগে বিজেপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার টুইট বার্তায় টুইটার ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ জুড়ে দেওয়ায় ভারতের ক্ষমতাসীন সরকার ব্যাপক ক্ষোভ প্রকাশ করে।
এ নিয়ে টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ভারত সরকার। এমনকি ভারতে টুইটারের অস্থায়ী প্রধান কর্মকর্তাকে সরকারি একটি কমিটির কাছে জবাবদিহিও করতে হয়।
এই পরিস্থিতিতেই নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক। টুইটারের অধীনে ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের একটি মানচিত্র দেখা যাচ্ছিল। সেই মানচিত্রে জম্মু ও কাশ্মির এবং লাদাখকে ভারতের বাইরে দেশ বলে দেখানো হয়।
যদিও বিতর্কিত মানচিত্রটি সোমবার রাতেই সরিয়ে দেওয়া হয়েছে টুইটারের ওয়েবসাইট থেকে। কিন্তু বিষয়টি নিয়ে টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। এর আগে গাজিয়াবাদে এক মুসলিম ব্যক্তির নিগ্রহের ভিডিও নিয়ে মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।
টিএম