কাশ্মিরের সামরিক ঘাঁটির আকাশে ফের একাধিক ড্রোন, গুলিবর্ষণ
মাত্র একদিন আগে ভারতশাসিত কাশ্মিরের জম্মুতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলার ঘটনা ঘটেছে। আর এবার সবার নজর এড়িয়ে জম্মুর আরেকটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ল একে একে দু’টি ড্রোন।
তবে কোনো ধরনের হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটানোর আগেই সেগুলোর অবস্থান শনাক্ত করে ভারতীয় সেনাবাহিনী। পরে অবশ্য ড্রোন ভূপাতিত করতে গুলিবর্ষণ করা হলেও সেগুলো পালিয়ে যায়।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কাশ্মিরের জম্মু-পাঠানকোট জাতীয় সড়ক সংলগ্ন কালুচক পুরমণ্ডল রোডে অবস্থিত ভারতীয় সামরিক ঘাঁটির আকাশে রোববার রাত সাড়ে ১১টার দিকে প্রথমে একটি ড্রোনকে চক্কর দিতে দেখা যায়। মারাত্মক কিছু ঘটে যাওয়ার আগেই বিষয়টি বুঝতে পেরে টহলরত সেনা সদস্যরা সতর্ক হয়ে যান। ড্রোনটিকে নিষ্ক্রিয় ও ভূপাতিত করতে গুলি চালান তারা। এরপরই অন্ধকারে মিশে যায় ড্রোনটি।
ভারতীয় সেনাবাহিনীর জন্য চমক আরও অপেক্ষা করছিল। প্রথম ড্রোনটি প্রবেশের দুই ঘণ্টা পর রাত দেড়টার দিকে ফের একটি ড্রোন সামরিক ঘাঁটির আকাশে প্রবেশ করে। এবারও সেটা শনাক্ত করে ভূপাতিত করতে চালানো হয় গুলি। তবে প্রথমটির মতো দ্বিতীয় ড্রোনটিও নির্বিঘ্নে পালিয়ে যায়।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, ড্রোন দু’টিকে লক্ষ্য করে ২০ থেকে ২৫ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। কিন্তু সোমবার সকাল পর্যন্ত দু’টি ড্রোনের একটিরও কোনো হদিশ পায়নি সেনাবাহিনী। এরপর সামরিক এলাকা থেকে শুরু করে আশেপাশের এলাকায় শুরু হয়েছে তল্লাশি।
এর আগে, শনিবার গভীর রাতে জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় দু’টি বিস্ফোরকভর্তি ড্রোন। হামলায় ২ সেনা আহত হন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির বিমান বাহিনীর প্রযুক্তি বিভাগ সংলগ্ন একটি ভবন।
এরপর ২৪ ঘণ্টা পার হতে না হতেই কে বা কারা অন্য সামরিক ঘাঁটিতে ফের ড্রোন দু’টি পাঠিয়েছে, এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে তা জানা যায়নি। তবে এই ঘটনায় ‘পাকিস্তানের সংশ্লিষ্টতা’ দেখছেন তদন্তকারীরা।
টিএম