ডেল্টা প্লাস ছড়িয়েছে ১২ দেশে, ভারতে আক্রান্ত ৪৮
ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরনের সংক্রমণ বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে এ ধরনটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এর মধ্যে ২০ জন মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা। শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে করোনাভাইরাসের উদ্বেগজনক এই ধরনে’ আক্রান্তের প্রবণতা গত কয়েক সপ্তাহ ধরে তাত্পর্যপূর্ণভাবে বেড়ে চলেছে।
বিজ্ঞাপন
ভারত সরকার বলেছে, ‘দেশে করোনার উদ্বেগজনক ধরনে আক্রান্তের অনুপাত মে মাসে ১০ দশমিক ৩১ শতাংশ থাকলেও জুনে তা বেড়ে ৫১ শতাংশে দাঁড়িয়েছে।’ উদ্বেগজনক ধরনে সংক্রমণ বৃদ্ধিতে আবারও আক্রান্ত বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, শুক্রবার পর্যন্ত করোনার ৪৫ হাজার নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ১১টি রাজ্যে ৪৮টি ডেল্টা প্লাস ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এক্ষেতে সবাই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী ডেল্টা প্লাসে সবচেয়ে বেশি ২০ জন আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর যথাক্রমে মধ্যপ্রদেশে ৭ জন, তামিলনাডুতে ৯ জন, কেরালায় ৩ জন এবং পাঞ্জাব প্রদেশে ডেল্টা প্লাস ধরনে ২ জন আক্রান্ত হয়েছেন।
ভারত সরকার আরও জানিয়েছে যে, দেশটির ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭৪টি জেলায় করোনার উদ্বেগজনক ধরনে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত যথাক্রমে মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গান, পশ্চিমবঙ্গ ও গুজরাটে।
ভারতে এখন করোনায় যত মানুষ আক্রান্ত হচ্ছেন তার প্রায় ৯০ শতাংশ ডেল্টা ধরনে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এই ধরন বি.১.৬১৭.২ বৈজ্ঞানিক নামে পরিচিত। এই ধরনের কারণে দ্বিতীয় দফায় ভারতে বিপর্যয় দেখা দেয়।
এএস