কৃষ্ণ সাগরে ব্রিটিশ ডেস্ট্রয়ারে রাশিয়ার গুলি-বোমাবর্ষণ
ক্রিমিয়া উপকূলের কাছে কৃষ্ণ সাগরে অবস্থানরত ব্রিটিশ নৌবাহিনীর ডেস্ট্রয়ার এইচএমএসের দিকে সতর্কতামূলক গুলি এবং বোমাবর্ষণ করেছে রাশিয়া। ইউক্রেনের কাছ থেকে মস্কোর ছিনিয়ে নেওয়া ক্রিমিয়ার কাছে এই গোলা ও বোমাবর্ষণের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার রাশিয়া জানিয়েছে।
তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ রয়্যাল নেভির ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডারের দিকে রাশিয়া সতর্কতামূলক কোনও গোলা নিক্ষেপ করেনি। এছাড়া ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডারের পথেও কোনও বোমা ফেলা হয়েছে কি-না সেটিও জানায়নি ব্রিটেন। চলতি মাসের শুরুর দিকে কৃষ্ণ সাগরে যাত্রা শুরু করে ব্রিটিশ এই ডেস্ট্রয়ার।
বিজ্ঞাপন
এক টুইট বার্তায় ব্রিটিশ এই প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের ধারণা— রুশ সৈন্যরা কৃষ্ণ সাগরে বন্দুকের মহড়া চালিয়েছিল। সমুদ্রের অন্যান্য শক্তিগুলোকে তাদের কার্যক্রমের ব্যাপারে আগাম সতর্ক করে দিয়েছিল।
এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, এই ঘটনাটি কৃষ্ণ সাগর এবং পার্শ্ববর্তী আজোভ সাগরে রাশিয়ার আগ্রাসী এবং উস্কানিমূলক নীতির বহিপ্রকাশ ঘটিয়েছে। এ ধরনের কার্যকলাপের মাধ্যমে রাশিয়া অনবরত ইউক্রেন এবং এর মিত্রদের হুমকি দিচ্ছে। কৃষ্ণ সাগরে ইউক্রেনকে সহযোগিতা করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপের আশপাশের এলাকাকে নিজেদের জলসীমা মনে করে মস্কো। যদিও পশ্চিমা বিশ্ব ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনের অংশ মনে করে। কিন্তু রাশিয়া তা অস্বীকার করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স বলছে, গুলি ও বোমাবর্ষণের পর ব্রিটিশ ওই ডেস্ট্রয়ার রুশ জলসীমা ছেড়ে চলে যায়। রাশিয়ার সমুদ্র সীমানার প্রায় তিন কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডার।
ক্রিমিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের সেভাস্তোপুল বন্দরের কেইপ ফিওলেন্টের কাছে কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর বহরের সদরদফতরের পাশেই এই গোলা ও বোমাবর্ষণের ঘটনা ঘটেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, রুশ ফেডারেশনের জলসীমা অতিক্রম করা হলে ব্রিটিশ ডেস্ট্রয়ারে অস্ত্র ব্যবহার করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছিল। তবে এই সতর্কতার ব্যাপারে কোনও ধরনের প্রতিক্রিয়া দেখায়নি ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডার।
রাশিয়া বলছে, তাদের একটি বোমারু বিমান থেকে ব্রিটিশ ডেস্ট্রয়ারের পথে চারটি উচ্চ-বিস্ফোরক বোমা নিক্ষেপ করা হয়েছিল।
এসএস