এবার তালেবানের দখলে আফগান-তাজিকিস্তান সীমান্ত
তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত শির খান বন্দর দখল করে নিয়েছে দেশটির সশস্ত্র তালেবান যোদ্ধারা। মঙ্গলবার (২২ জুন) এক প্রাদেশিক কর্মকর্তার বিরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একথা জানায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তালেবানের আক্রমণের মুখে আফগান বাহিনীর সদস্যরা শির খান বন্দর সংলগ্ন নিরাপত্তা চৌকি থেকে পালিয়ে যায়। এমনকি অনেকে সীমান্ত পার হয়েও পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
শির খান বন্দর দেশটির কুন্দুজ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। মার্কিন সামরিক বাহিনীসহ বিদেশি সেনাদের চলমান প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই এটিকে তালেবানের সর্বোচ্চ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কুন্দুজ প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য খালিদ্দিন হাকমি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে মাত্র এক ঘণ্টার যুদ্ধে তালেবান শির খান বন্দর, শহর এবং তাজিকিস্তানের সঙ্গে পুরো সীমান্ত এলাকার নিরাপত্তা চৌকিগুলো দখল করে নিয়েছে।’
বার্তাসংস্থা এএফপি’কে আফগান সরকারি বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘তালেবানের হামলার কারণে আমরা নিরাপত্তা চৌকিগুলো ছাড়তে বাধ্য হয়েছি। এমনকি আমাদের বেশ কিছু সেনা সীমানা পেরিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ‘সকাল থেকে চারদিকে কেবলই তালেবানের যোদ্ধা ছিল। শত শত তালেবান যোদ্ধা।’
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তাজিকিস্তান সীমান্ত দখলের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের মুজাহিদিনরা শির খান বন্দর দখলে নিয়েছে ও তাজিকিস্তান সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করছে।’
সূত্র: আলজাজিরা
টিএম