পর্যটকদের বিনামূল্যে টিকা দেবে আবুধাবি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী শহর আবুধাবি কর্তৃপক্ষ সব পর্যটককে বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এতদিন এই সুবিধা শুধু দেশটির নাগরিক ও রেসিডেন্সি ভিসাধারীদের দেওয়া হলেও এবার তাতে পর্যটকরাও যুক্ত হলো।
তবে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর ও বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই ছাড়াও দেশটির আরও পাঁচটি রাজ্যের জন্যও একই নিয়ম করা হবে কিনা দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আবু ধাবি হেলথ সার্ভিস কোম্পানি (এসইএইচএ) জানিয়েছে, আবু ধাবির পক্ষ থেকে ভিসা পাওয়া ভ্রমণকারীরা এবং পর্যটক ভিসাধারীরা আবু ধাবি হয়ে যখন আমিরাতে প্রবেশ করবেন তখন তারা বিনামূল্যে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
আবু ধাবির মিডিয়া অফিস গত ১১ জুন জানায়, মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি অথবা এন্টি ভিসাধারীরাও বিনামূল্যে টিকা নেওয়ার এই সুযোগ পাবেন। উল্লেখ্য মহামারিকালে চাকরি হারানো এবং ভ্রমণ নিষেধাজ্ঞায় অনেকের ভিসার মেয়াদোত্তীর্ণ হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতেরে স্বাস্থ্য কর্তৃপক্ষ চলতি মাসে জানিয়েছিল, টিকা নেওয়ার যোগ্য দেশটির এমন প্রায় ৮৫ শতাংশ মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। তবে কত জন মানুষ টিকার দুটি ডোজই নিয়েছেন তা জানানো হয়নি।
এএস