বাইডেনের প্রিয় কুকুর ‘চ্যাম্প’ মারা গেছে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুটি পোষা কুকুর রয়েছে। জাতে জার্মান শেফার্ড এই কুকুর দুটির একটির নাম হলো ‘মেজর’ আর অপরটি ‘চ্যাম্প’। এর মধ্যে ‘প্রিয়’ চ্যাম্প স্থানীয় সময় শনিবার মারা গেছে বলে নিজেই টুইট করে জানিয়েছেন বাইডেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে যে, বিগত ১৩ বছর ধরে কুকুরটি বাইডেন পরিবারের সঙ্গে ছিল। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাদের পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে ওঠে ‘চ্যাম্প’ ও ‘মেজর’।
বিজ্ঞাপন
বাইডেন টুইটারে আবেগাপ্লুত হয়ে চ্যাম্পের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘আমাদের পরিবার আজ আমাদের ‘প্রিয়’ চ্যাম্পকে হারাল। আমার তাকে মনে পড়বে।’ টুইট বার্তায় তিনি তার পরিবারের পক্ষ থেকে চ্যাম্পের মৃত্যু নিয়ে একটি শোকবার্তা পোস্ট করেছেন।
এছাড়া ফেসবুক পোস্ট চ্যাম্পের অতি শৈশব থেকে শেষ দিন পর্যন্ত নানা সময়ের স্মৃতিচারণ করেন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘গত ১৩ বছর ধরে বাইডেন পরিবারের অত্যন্ত প্রিয় সঙ্গী ছিল চ্যাম্প। গত মাস থেকেই ও দুর্বল হয়ে পড়ছিল।’
— President Biden (@POTUS) June 19, 2021
চ্যাম্পের মৃত্যুতে স্মৃতিকাতর বাইডেন আবেগাপ্লুত হয়ে আরও লেখেন, ‘অসুস্থ হওয়ার পরও আমরা কেউ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে চ্যাম্প আমাদের কাছ এসে দাঁড়াত। কান সোজা করত বা দুই পা তুলে দাঁড়াত, যেন আমরা ওর পেটে হাত বুলিয়ে আদর করে দেই।’
বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের সবচেয়ে আনন্দের মুহুর্ত ও আমাদের সবচেয়ে দুঃখের দিনগুলোয় সে আমাদের সাথে ছিল। আমাদের প্রতিটি অব্যক্ত অনুভূতি ও আবেগের প্রতি সংবেদনশীল ছিল। আমরা সবসময় তাকে মনে করবো।’
এএস