৫ মিনিটের ব্যবধানে দুই কোম্পানির দুই টিকা
ভারতের বিহার রাজ্যে এক নারীকে মাত্র দুই মিনিটের ব্যবধানে পৃথক দুই কোম্পানির ভিন্ন দুটি কোভিড টিকা দেওয়া হয়েছে। একদিনে ‘কোভিশিল্ড’ আর ‘কোভ্যাক্সিন’ টিকা নেওয়ার পরও সুনীলা দেবী নামের ওই নারী সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।
বিহারের পাটনা জেলার আওয়াধপুর গ্রামের বাসিন্দা সুনীলা দেবী (৬৩) গত ১৬ জুন স্থানীয় একটি বিদ্যালয়ে বসানো স্বাস্থ্য শিবিরে টিকা নিতে গিয়েছিলেন, সেখানেই তাকে পাঁচ মিনিটের ব্যবধানে করোনার ভিন্ন ভিন্ন ওই দুটি টিকা দেওয়া হয়।
বিজ্ঞাপন
দেশটির সরকারি নিয়ম অনুযায়ী, দুই টিকার মধ্যে সময়ের ব্যবধান ৩ থেকে ৪ মাস হওয়ার কথা থাকলেও ‘ভুল করে’ পরপর দু’বার দুই কোম্পানির টিকা দেওয়ার পর বিষয়টি জানাজানি হলে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকদের একটি দল।
অত কম সময়ের মধ্যে পৃথক দুটি টিকা নেওয়ার পরও সুনীলা কীভাবে সুস্থ ও স্থিতিশীল রয়েছেন, তা দেখে চিকিৎসকরা রীতিমতো বিস্মিত।
প্রথমবার টিকা নেওয়ার পর তাকে পর্যবেক্ষণ কক্ষে অপেক্ষা করতে বলা হয়। তিনিও পর্যবেক্ষণ কক্ষে অপেক্ষা করছিলেন। সেখানে তিনি ৫ মিনিটের মতো অপেক্ষা করার পর এক স্বাস্থ্যকর্মী লাইনে দাঁড়াতে বলেন। পরে তাকে আরেকটি টিকা দেওয়া হয়।
স্থানীয় এক গ্রামবাসী হিন্দুকে বলেন, ‘নাম নথিবদ্ধ করার পর তিনি রুমে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে কোভিশিল্ড টিকা নেন। তবে চলে যাওয়ার আগে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। পাঁচ মিনিটের মতো অপেক্ষা করার পর তাকে কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়।’
চঞ্চলা দেবী এবং সুনীতা কুমারী নামে দুজন নার্স তাকে দুটি টিকা দেন। ঘটনা জানাজানি হওয়ার পর সুনীলা দেবীকে টিকা দেওয়া দুই নার্সকে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভিন্ন টিকা দেওয়ার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এএস