পেরুতে বাস দুর্ঘটনায় ২৭ খনিশ্রমিক নিহত
লাতিন আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার পাহাড়ি একটি সড়ক থেকে বাস গিড়িখাতে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। এএফপি জানিয়েছে, বাসটিতে যারা ছিলেন তাদের সবাই খনিশ্রমিক।
শুক্রবার রাতে বাসটি ওই শ্রমিকদের নিয়ে প্যালেনকাটা খনি থেকে পেরুর দক্ষিণাঞ্চলীয় শহর আরেকিপা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে দ্য অ্যারেস নামের ওই খনিটির পরিচালনা কোম্পানি হকসচাইল্ড মাইনিং।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির লুকানাস প্রদেশের ওই দুঘটনায় খনিশ্রমিকদের বহনকারী বাসটি সড়ক থেকে ১ হাজার ৩০০ ফুট একটি গিরিখাতের একেবারে নিচে পড়ে যায় বলে জানিয়েছেন সেখানকার সরকারি কর্মকর্তারা।
একজন সরকারি কর্মকর্তা বলেছেন, চলন্ত বাসের মধ্যে বাসটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। এছাড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দুর্ঘটনায় পড়া বাসটিকে একটি পর্বতের ঢালে পড়ে থাকতে দেখা যায়। বাসটির ছাদ ও জানালাগুলোও ভেঙে চুরমার হয়েছে।
খনি কোম্পানিটি জানিয়েছে, খনিতে টানা কয়েক মাস ধরে কাজ শেষে কিছুদিন বিশ্রামের জন্য এসব শ্রমিক বাড়িতে ফিরছিলেন। স্থানীয় আরপিপি রেডিও জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১৬ জন সেখানকার নাসকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে লন্ডনভিত্তিক হকসচাইল্ড মাইনিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইগনাসিও বুস্তামান্তে বলেছেন, ‘এমন খবরে আমরা সবাই অত্যন্ত মর্মাহত হয়েছি। ঘটনার বিষয়ে ইতোমধ্যে আমরা বিস্তারিত তদন্ত শুরু করেছি।’
উল্লেখ্য, পেরুর দক্ষিণাঞ্চলীয় সড়কগুলো বিপজ্জনক ও ঘন ঘন সড়ক দুর্ঘটনার জন্য কুখ্যাত। বিনিয়োগকারী ও সরকার খনিগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য খনি কোম্পানিগুলো চাপ দিলেও শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়নি।
এএস