পূর্ব জেরুজালেমে কট্টরপন্থি ইসরায়েলিদের পতাকা মিছিল
ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে পতাকা মিছিল করেছে ইসরায়েলের কট্টরপন্থি ইহুদিরা। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখলের ‘বিজয়’ উদযাপন করতেই মূলত মঙ্গলবার (১৫ জুন) এই পতাকা মিছিলের আয়োজন করা হয়।
এদিকে কট্টরপন্থি ইহুদিদের এই পতাকা মিছিলের কারণে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হটিয়ে ক্ষমতায় আসা নতুন সরকারকে বেশ আগে-ভাগেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এই ধরনের কর্মসূচি।
বিজ্ঞাপন
অবশ্য বরাবরই পতাকা মিছিলের মাধ্যমে ১৯৬৭ সালের পূর্ব জেরুজালেম দখলের ঘটনা উদযাপন করে থাকে ইসরায়েলের কট্টরপন্থি ইহুদিরা। তবে ইহুদিদের এ ধরনের বিক্ষোভকে উস্কানিমূলক হিসেবে বিবেচনা করে থাকেন ফিলিস্তিনিরা। কারণ এ ধরনের কর্মসূচি থেকে সাধারণত ফিলিস্তিনিদের মৃত্যু কামনা করে স্লোগান দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কট্টরপন্থি ইহুদিদের এই উস্কানিমূলক কর্মসূচির মধ্যেই ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার পূর্ব জেরুজালেম থেকে ৬ ফিলিস্তিনিকে আটক করেছে দেশটি। একইসঙ্গে শহরের দামেস্ক গেট এলাকা থেকে আরও কয়েক ডজন ফিলিস্তিনিকে হামলার মাধ্যমে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ‘গণতান্ত্রিকভাবে’ সবারই বিক্ষোভ দেখানোর অধিকার আছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বার-লেভ। তবে তার দাবি, ‘পুলিশ প্রস্তুত আছে এবং সবার সহ-অবস্থান নিশ্চিত করতে ক্ষমতা অনুযায়ী সব কিছু করবো আমরা।’
উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। তবে দেশটির এই দখলদারিত্বের এখনও কোনো স্বীকৃতি দেয়নি বিশ্বের বেশিরভাগ দেশ।
সূত্র: আলজাজিরা
টিএম