২ মাসের শিশুর জন্য ২৪ ঘণ্টা পুলিশি পাহারা
বয়স মাত্র ২ মাস। এর মধ্যেই দুই বার অপহরণকারীদের হাতে পড়েছে সে। কাগজ কুড়িয়ে সংসার চালানো পরিবারের সেই ছোট্ট শিশুর জন্য ২৪ ঘণ্টার পুলিশি নিরাপত্তার ব্যবস্থা হলো ভারতের গুজরাট প্রদেশে।
বলা হচ্ছে, বর্তমানে ওই শিশুকে ভারতের কনিষ্ঠতম ২৪ ঘণ্টার নিরাপত্তাপ্রাপ্ত বাসিন্দা। গুজরাটের গান্ধীনগরের অডলাজে একটি বস্তির বাসিন্দা এক দম্পতির কোলে গত এপ্রিলে মাসে জন্ম শিশুটির।
বিজ্ঞাপন
জন্মের দু’দিনের মাথায় গান্ধীনগর সরকারি হাসপাতাল থেকে তাকে অপহরণ করেন জিগনেশ ও অস্মিতা ভারতী নামের এক যুগল। সেই সময় প্রায় এক সপ্তাহ পর অপহরণকারী যুগলের হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এরপর ৫ জুন শিশুটিকে সাইকেলের সঙ্গে বাঁধা একটি ঝুড়িতে রেখে, তার মা যখন কাগজ কুড়োতে ব্যস্ত, তখন তাকে অপহরণ করেন নিঃসন্তান দম্পতি দীনেশ ও সুধা কাটরা। সিসিটিভি ফুটেজ দেখে অপহরণের চার দিন পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
এরপরই শিশুটিকে নিরাপত্তা দিতে তৎপর হয় স্থানীয় প্রশাসন। আপাতত ২৪ ঘণ্টা পুলিশ রেখে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বস্তি থেকে তাদের পরিবারকে সরিয়ে অন্যত্র স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এএস