টিকা নিয়ে তীব্র অ্যালার্জি পার্শ্বপ্রতিক্রিয়ায় ভারতে প্রথম মৃত্যু
করোনার টিকা নিয়ে ভারতে প্রথম এক জনের মৃত্যু হয়েছে। ৬৮ বছর বয়সী ওই ব্যক্তি টিকা নেওয়ার পরই মারাত্মক অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি তদারকির জন্য গঠিত সরকারি একটি কমিটি।
ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন (এইএফআই) কমিটি বলেছে, গত ৮ মার্চ ওই ব্যক্তি টিকা নেন। টিকা নেওয়ার পরই তারা মারাত্মক অ্যালার্জির সমস্যা দেখা দেয়। এইএফআই-এর তথ্য অনুযায়ী এই সমস্যা অ্যানাফিলাক্সিস রোগ নামে পরিচিত।
বিজ্ঞাপন
কমিটি এইএফআই সংক্রান্ত ৩১টি ঘটনার মূল্যায়নের পর এই রিপোর্ট দাখিল করেছে। এমন ঘটনার বিষয় প্রথম জানা যায় ৫ ফেব্রুয়ারি। ওইদিন আসে পাঁচটি এমন ঘটনার খবর। পরে ৯ মার্চ ৮টি ও ৩১ মার্চ আরও ১৮টি ঘটনার খবর পায়। এরমধ্যে একজন মারা গেছেন।
ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন কমিটির সভাপতি এন কে অরোরা বলেছেন, ‘কোভিড টিকা নিয়ে ভারতে এটাই প্রথম মৃত্যু। মৃত্যু হয়েছে অ্যানাফিলাক্সিসে। এতে করে টিকা নিয়ে আধা ঘণ্টা টিকাদান কেন্দ্রে অপেক্ষার বিষয়টি ফের সামনে এসেছে।
এইএফআই কমিটির ওই প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহের তথ্য অনুযায়ী টিকা নেওয়ার পর প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ২ দশমিক ৭ শতাংশের মৃত্যু হয়েছে। আর টিকা নেওয়ার পর প্রতি ১০ লাখে হাসপাতালে ভর্তির সংখ্যা ৪ দশমিক ৮শতাংশ।
এএস