কংগ্রেসে হামলার পর ওয়াশিংটন ডিসিতে কারফিউ
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে (পার্লামেন্ট) কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা ও সংঘর্ষের ঘটনায় রাজধানী ওয়াশিংটনে কারফিউ জারি করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ১২ ঘণ্টার এই কারফিউ জারি করা হয়।
বিজ্ঞাপন
এদিকে অধিবেশন চলার সময় হামলা ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যৌথ অধিবেশনে ইলেকটোরাল কলেজের দেওয়া ভোটগুলো গণনা এবং বাইডেনের বিজয় চূড়ান্তভাবে প্রত্যয়ন করার সময় হঠাৎই নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেখানে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা।
তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গোটা ক্যাপিটল ভবন চত্বর ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
তবে এ ঘটনায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর পর্যন্ত ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার কারফিউ ঘোষণা করেন।
এদিকে অধিবেশন চলার সময় ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দেশবাসীর উদ্দেশে দেওয়া টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন,‘ক্যাপিটল ভবনের ঘটনা আমেরিকার সত্যিকারের ছবি হতে পারে না। কিছু উগ্রপন্থী মনোভাবাপন্ন মানুষ এ কাজ করেছেন। এটা বিশৃঙ্খলা। এটা প্ররোচণা। আমাদের কাজ আইন মেনে চলা। একে-অপরকে শ্রদ্ধা করা। এটাই গণতন্ত্রের লক্ষ্য হওয়া উচিত।’
টিএম