উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে উন্নত অর্থনীতির ৭ দেশের জোট জি-৭ এর ১০০ কোটি ডোজ করোনা টিকা বিতরণের ঘোষণায় বিশ্বজুড়ে যে সমালোচনা চলছে, এবার তাতে যোগ দিয়েছে জাতিসংঘ।

শনিবার এক বিবৃতিতে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক এই সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই মুহূর্তে আরও অনেক বেশি করোনা টিকার ডোজ প্রয়োজন বিশ্বের। নইলে অদূর ভবিষ্যতে মানুষের সামনে ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে।

উন্নত দেশগুলোকে সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, উন্নয়নশীল দেশগুলোর জনগণকে যদি দ্রুত টিকার আওতায় না আনা যায়, সেক্ষেত্রে সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের অভিযোজনের হার ক্রমাগত বাড়তে থাকবে।

এর ফলে, প্রাণঘাতী এই ভাইরাসটির এমন অনেক নতুন অভিযোজিত ধরন (ভ্যারিয়েন্ট) পৃথিবীতে দেখা দিতে পারে, যেগুলোর ক্ষেত্রে বাজারে বর্তমান প্রচলিত করোনা টিকাগুলো কোনো কাজে আসবে না।

বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমাদের আরও বেশি টিকার ডোজ প্রয়োজন এবং পাশাপাশি প্রয়োজন একটি বৈশ্বিক টিকাদান পরিকল্পনা। মহামারিকে নিয়ন্ত্রণে আনতে হলে অবশ্যই আমাদের যৌক্তিক পথে এগোতে হবে।’

‘বর্তমানে আমরা এক ধরনের জরুরি অবস্থার মধ্যে আছি। যুদ্ধ অর্থনীতিতে যেমন সমরাস্ত্র নির্মাণকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে করোনা টিকার উৎপাদন ও বিতরণকেও আমাদের সেভাবে গুরুত্ব দেওয়া উচিত; কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও আমরা এই বোধ থেকে অনেক দূরে আছি।’

চলতি জুন মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন, বিশ্বের সব মানুষকে টিকার আওতায় আনতে ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যাপ্ত পরিমাণে করোনা টিকার ডোজ সরবরাহে আসন্ন জি৭ সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন তিনি।

ব্রিটেনের ইংল্যান্ডের কর্নওয়াল জেলায় (কাউন্টি) ১১ জুন থেকে শুরু হয়েছে বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির সাত দেশের জোট জি ৭ এর সম্মেলন। এই জোটের সদস্যরাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান ও ইতালি।

সম্মেলন শুরুর প্রথমদিনই জি৭ নেতারা ঘোষণা করেন, উন্নয়নশীল দেশগুলোকে ১০০ কোটি ডোজ করোনা টিকা দেবে জি৭; কিন্তু ঘোষণা দেওয়ার পরই এর তীব্র সমালোচনা শুরু করে বৈশ্বিক দাতা সংস্থাগুলো ও আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড জি৭-এর টিকা বিতরণ প্রতিশ্রুতির সমালোচনা করে বলেন, ‘১০০ কোটি ডোজ করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি মহাসাগরে মাত্র একফোঁটা পানি দেওয়ার মতোই। এ দিয়ে ভারতেরই পুরো জনসংখ্যাকে টিকার আওতায় আনা যাবে না, বাদবাকি বিশ্ব তো দূরের কথা।’

আন্তর্জাতিক মানবিক সহযোগিতা ও দাতাসংস্থা অক্সফামের স্বাস্থ্যনীতি ব্যবস্থাপক আন্না ম্যারিয়ট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘যদি জি৭ নেতারা তাদের বৈঠকে মাত্র ১০০ বিলিয়ন ডোজ করোনা টিকা বিতরণের ব্যাপারে ঐকমত্যে পৌঁছান, তাহলে আমরা বলব এবারের বৈঠক ব্যর্থ হয়েছে। কারণ, এই মুহূর্তে বিশ্বের প্রয়োজন অন্তত ১১০০ কোটি ডোজ করোনা টিকা।’

তবে জি৭-এর টিকা বিতরণ ঘোষণার সবচেয়ে কঠিন সমালোচনা করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। শনিবার এক বার্তায় তিনি বলেন, ‘জি-৭ নেতাদের প্রতিশ্রুতি অনেকটা সংকটের প্রকৃত সমাধান করার চাইতে বরং ভিক্ষার ঝুলি এক হাত থেকে অন্য হাতে পার করার মতোই ব্যাপার।’

সূত্র: রয়টার্স

এসএমডব্লিউ