এপ্রিলের পর গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা প্রথমবার ৮ হাজারের নীচে নামলেও আরও শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের এই রাজ্যটিতে করোনায় মৃত্যু ১৬ হাজার ছাড়াল।

শুক্রবার সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর থেকে দেওয়া হালনাগাদ হিসাবে দেখা যাচ্ছে, ঊর্ধ্বমুখী হয়েছে দৈনিক সংক্রমণের হার বা ‘পজিটিভিটি রেট’। তবে প্রাদেশিক রাজধানী কলকাতায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে নিম্নমুখী হয়েছে।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতদিন আরও ৭ হাজার ৯১৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে; যা গত ১৭ এপ্রিলের পর সবচেয়ে কম। এপ্রিলের মাঝামাঝি ওই দিন পশ্চিমবঙ্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৭ হাজার ৭১৩ জন।

গতদিন উত্তর চব্বিশ পরগনায় ১,৬৮৬, কলকাতায় ৮৯৯, হাওড়ায় ৬৩২, দক্ষিণ চব্বিশ পরগনায় ৫২৪, জলপাইগুড়ি জেলায় ৫১০ জন নতুন করে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১১ হাজার ৪৪৮ জন।

এছাড়া আরও ১১৩ জন কোভিড আক্রান্তের মৃত্যুর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪ জনে।

রাজ্যটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর চব্বিশ পরগনায় ২৫, কলকাতায় ২৩, হাওড়ায় ১২, দক্ষিণ চব্বিশ পরগনায় ৯, নদীয়ায় ৭, হুগলিতে ৭, জলপাইগুড়িতে ৫, দার্জিলিংয়ে ৪ ও পূর্ব বর্ধমানে ৪ জন করোনায় আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে পশ্চিমবঙ্গের ২ লাখ ৪৫ হাজার ৫৭২ জন করোনার টিকা নিয়েছেন। ৭১ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে সংক্রমণের মোট হার ছিল আগের দিনের মতোই; ১১ দশমিক ১০ শতাংশ। যদিও এর দৈনিক হার বেড়ে হয়েছে ১২.৩৭ শতাংশ।

এএস