মসজিদের মাইকের শব্দ কমানোর নির্দেশ সৌদি মন্ত্রীর
সৌদি আরবের ইসলামিক বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আব্দুললতিফ আল শেখ সম্প্রতি দেশের মসজিদ পরিচালনা কমিটিগুলোর সদস্যদের মসজিদের লাউড স্পিকারের ভলিউম নিচে রাখার নির্দেশ দিয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল আল এখবারিয়ায় প্রচারিত এক ভিডিওবার্তায় এই নির্দেশ দেন তিনি।
গত সপ্তাহে এ বিষয়ক একটি প্রজ্ঞাপনও জারি করেছিল দেশটির ইসলামিক বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সেখানে মসজিদগুলোর লাউড স্পিকারের ভলিউম তিন ভাগের একভাগ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর কারণ হিসেবে প্রজ্ঞাপণে বলা হয়েছিল, মসজিদগুলোর লাউড স্পিকারে উচ্চ ভলিউমের কারণে সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনে অসুবিধা হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শিশু ও বয়স্ক মানুষদের। উচ্চ ভলিউমের কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে।
বিজ্ঞাপন
সৌদি আরবের উল্লেখযোগ্য সংখ্যক পরিবার এবং সাধারণ মানুষজন এ বিষয়ে অভিযোগ জানানোর প্রেক্ষিতেই সরকার এই নির্দেশ জারি করেছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
কিন্তু প্রজ্ঞাপনে আশানুরূপ কাজ না হওয়ায় অবশেষে সোমবার টেলিভিশন চ্যানেলে সরাসরি আসেন দেশটির ইসলামিক বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুললতিফ আল শেখ। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যারা সত্যিকার অর্থেই নামাজ আদায় করতে চান, তারা ইমামের কণ্ঠস্বরের জন্য অপেক্ষা করেন না। ইমাম কিংবা মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই তারা মসজিদে পৌঁছে যান।’
‘তাছাড়া মসজিদগুলোতে যখন আজান দেওয়া হয়, একই সময় অনেক টেলিভিশন চ্যানেলও আজান প্রচার করে। তাই মসজিদগুলোর লাউডস্পিকারের ভলিউম কম থাকার কারণে কেউ আজান শুনতে পাবেন না— ব্যাপারটি এমনও নয়।’
‘তাই জনস্বার্থে, জনগণের কল্যাণ ও ইসলামী মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই সরকারের পক্ষ থেকে মসজিদের লাউড স্পিকারের ভলিউম তিনভাগের এক ভাগ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।’
সৌদি আরবের ক্রাউন প্রিন্স দেশের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে বিভিন্ন সামাজিক ও শাসনতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন এবং সেগুলোর বেশিরভাগই সফল হয়েছে। সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তও এ রকম একটি সংস্কারমূলক পদক্ষেপ বলে মনে করছেন দেশটির রাজনীতি সচেতন মহল।
দেশের নাগরিকদের অনেকই সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে পোস্টও দিয়েছেন।
মোহাম্মদ আল ইয়াহিয়া নামে এক সৌদি নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম টুইটারে টুইট করেন, ‘কিছু মানুষের অসুবিধার অজুহাত ধরে তো মসজিদের লাউডস্পিকারের ভলিউম কম রাখার নির্দেশ দেওয়া হলো, আমরা আশা করি এবার রেস্টুরেন্ট ও মার্কেটগুলোতে যে উচ্চস্বরে গান বাজানো হয় সে ব্যাপরেও সরকার নির্দেশনা দেবে।’
অবশ্য সোমবারের ভিডিওবার্তায় আব্দুললতিফ আল শেখ পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন, সমালোচকদের কথায় সরকারের বিচলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এ বিষয়ে তিনি বলেন, ‘যারা জনগণের মতামতকে উপেক্ষা করে, রাষ্ট্রের সিদ্ধান্ত মানতে গড়িমসি করে এবং জাতীয় সংহতিকে বিনষ্ট করার চেষ্টা করে, তারা এই দেশের শত্রু।’
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ