করোনায় মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বাড়িয়ে দেয় ধূমপান : ডব্লিউএইচও
বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে উচ্চ ঝুঁকিতে আছেন ধূমপায়ীরা। কারণ, ধূমপান প্রাণঘাতী এই রোগে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি অন্তত ৫০ শতাংশ বাড়িয়ে দেয়।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক টু্ইটবার্তায় এই তথ্য জানিয়েছেন। টুইটে তিনি বলেন, ‘বর্তমান করোনা মহামারিতে ধূমপায়ীরা উচ্চ ঝুঁকিতে আছেন। আমাদের গবেষণা, ধূমপায়ীদের ক্ষেত্রে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি অন্তত ৫০ শতাংশ বেশি।’
বিজ্ঞাপন
‘ধূমপান শুধু করোনায় আক্রান্তের সম্ভাবনাই বাড়ায় না, বরং আক্রান্ত ব্যাক্তির কোনো শারীরিক সমস্যা বা জটিলতা থাকলে সেটিও বাড়িয়ে তোলে। ফলে, আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ। এ কারণে করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি কমাতে হলে ধূমপান ত্যাগের কোনো বিকল্প নেই।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতিবছর ৩১ মে বিশ্বজুড়ে ধূমপান ও তামাকবিরোধী দিবস পালন করা হয়। তামাকমুক্ত পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে ১৯৮৭ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে ডব্লিউএইচও।
গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্বে করোনা মহামারি পরিস্থিতি চলতে থাকায় ২০২০ সাল ও বর্তমান ২০২১ সালে এই দিবসটির তাৎপর্যও বেড়েছে। এর অন্যতম কারণ, ধূমপানে মানুষের শ্বাসতন্ত্র সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং করোনা মূলত শ্বাসতন্ত্রের রোগ।
সোমবার বিশ্ব তামাকবিরোধী দিবস উপলক্ষে এক বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৩৯ শতাংশ পুরুষ ও ৯ শতাংশ নারী তামাক সেবন করেন এবং বর্তমানে ধূমপানের সবচেয়ে উচ্চহার দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোতে। ইউরোপের দেশগুলোর মোট জনসংখ্যার ২৬ শতাংশই ধূমপান করেন।
এসএমডব্লিউ