ভিডিও : মার্কিন বিমানবন্দরে ১৭৮ আরোহীবাহী বিমানে ভয়াবহ আগুন
যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় ফ্লাইটটির ভেতরে ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন এবং তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। এই ঘটনায় ১২ জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। বিমানে ছয়জন ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন।
বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
— Ed Krassenstein (@EdKrassen) March 14, 2025
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর আরোহীদের সরিয়ে নেওয়ার ভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে, অবতরণের পর বিমানটি গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় “ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়”।
বিমান সংস্থাটি জানিয়েছে, “১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে নেমে টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। উদ্ধার তৎপরতার সময় বিমানে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
— Mario Nawfal (@MarioNawfal) March 14, 2025
আগুন নিভে গেছে এবং কেউ আহত হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে অন্য দিকে ঘুরিয়ে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়েছে।
আরও পড়ুন
পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা এপি জানিয়েছে, বৃহস্পতিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের বিমান অবতরণের পর আগুন ধরে যাওয়ার ঘটনায় ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের একটি পোস্ট অনুসারে, হাসপাতালে নিয়ে যাওয়া সকলেরই আঘাত সামান্য।
টিএম