মহাকাশে পা রাখছে আদানির রকেট!

ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে আদানি গ্রুপ। ইসরোর নতুন ক্ষুদ্র উপগ্রহ প্রক্ষেপণ যান (এসএসএলভি) তৈরির দায়িত্ব পেয়েছে তিনটি সংস্থা, যার মধ্যে রয়েছে আদানি ডিফেন্স সিস্টেমস মূলত প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করে। আদানি গ্রুপের সহযোগী সংস্থা আদানি ডিফেন্স সিস্টেমস। এই সংস্থাটি আলফা ডিজাইনি টেকনোলজিস-এর অংশীদার, যা এসএসএলভি তৈরির অন্যতম দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান।

এবার এসএসএলভি নির্মাণে অংশগ্রহণের মাধ্যমে ভারতের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে সংস্থাটি।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরোর এসএসএলভি প্রজেক্টে ২০টিরও বেশি বেসরকারি সংস্থা আগ্রহ দেখালেও, শেষ পর্যন্ত হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড, ভারত ডায়নামিক্স লিমিটেড এবং আলফা ডিজাইনি টেকনোলজিস চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এতে শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, মহাকাশ গবেষণায় ভারতের বেসরকারি খাতের অবদানও বৃদ্ধি পাবে।

এসএসএলভিরর সফল বাস্তবায়ন ভারতের মহাকাশ গবেষণাকে আরও উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই আশা করছে ইসরো ও অংশীদার সংস্থাগুলি।

এআইএস