করোনা সংক্রমণ  স্বাভাবিক অবস্থায় না আসায় আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতাদেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে ভারতের সরকার। দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ৩১ মে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা ও ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। তবে ‘বন্দে ভারত মিশন’-এর অধীনে বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রয়েছে ২০২০-র মে থেকে।

গত তিন মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর অবশেষে ভারতে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। পাশপাশি, এক মাসেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমে আসছে। শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন এবং এ রোগে এই দিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের। 

ওএফ