ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর ঝুঁকি কতটা, কীভাবে ছড়ায়?
করোনায় আক্রান্ত অনেকের শরীরে এক ধরনের মারাত্মক ছত্রাকের সংক্রমণ দেখা দিচ্ছে। যার নাম ব্ল্যাক ফাঙ্গাস। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মিউকরমাইকোসিস। যাদের শরীর তুলনামূলক বেশি দুর্বল তাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে এই সংক্রমণ।
বিশ্ব যখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে, তখন মিউকরমাইকোসিস ছত্রাক আক্রান্ত অনেকের মৃত্যুর কারণ হয়েছে। মিউকরমাইকোসিস, যা ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামেও পরিচিত, মিউকরমাইসিটিস নামে এক ধরনের মোল্ডের কারণে ঘটে যা আমাদের আশেপাশের পরিবেশেই থাকে। যদিও কার্যকারী এজেন্টের উপস্থিতি যথেষ্ট, রোগটি নিজেই বিরল এবং যারা ভারি ইমিউনোকম্প্রোমাইজড এবং ডায়াবেটিসের মতো কোমর্বিসিটি রয়েছে তাদের প্রভাবিত করে।
বিজ্ঞাপন
কোভিড-১৯ ফুসফুসে প্রদাহের সৃষ্টি করে, যা অক্সিজেন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফুসফুসের ক্ষমতা হ্রাস করে। এটি সারিয়ে তোলার জন্য, অনেক রোগীকে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয; যা প্রদাহ হ্রাস করে। যদিও স্টেরয়েড কিছু সুবিধা দেয়, তারা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যক্তির ইমিউন ক্ষমতাও হ্রাস করে।
এই ধরনের ক্ষেত্রে মিউকরমাইকোসিস প্রবণ। রোগটি সাইনাস এবং ফুসফুসকে প্রভাবিত করে এবং মুখের একপাশে ফোলা, তীব্র মাথা ব্যথা, নাকের ভিড়, মুখের নাক বা মুখের ওপরের দিকে কালো ক্ষত, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদির মতো উপসর্গগুলো দেখা দেয়।
সংক্রমণের ঝুঁকি তাদের জন্য বেশি যাদের কিডনি ফাংশন, ক্যান্সার, স্টেরয়েডের দীর্ঘমেয়াদী ব্যবহার এবং শ্বেত রক্ত কণিকার (নিউট্রোপেনিয়া) হ্রাসের মাত্রার সাথে ডায়াবেটিসের মতো একটি পূর্ব-বিদ্যমান অসুস্থতা রয়েছে। সংক্রামিত হওয়ার ক্ষেত্রে, অ্যান্টিফাঙ্গাল ওষুধ শিরায় বা বারাভাবে প্রয়োগ করা হয়, প্রায়শই সংক্রমিত টিস্যু অপসারণের জন্য অস্ত্রোপচারের পরামর্শও দেওয়া যেতে পারে।
যদিও মিউকরমাইকোসিসের ঘটনা এখনও বিরল, তারপরও সম্ভাব্য সংক্রমণ এড়াতে প্রত্যেককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। আর তাই শ্বাসযন্ত্রের মধ্যে ছত্রাক জীবাণুগুলোর প্রবেশ এড়ানোর অন্যতম সেরা উপায় হচ্ছে মাস্ক পরা।
ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু ঝুঁকি কতটা?
মিউকোরমায়কোসিস বা ফাঙ্গাল সংক্রমণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঝুঁকি থাকে। প্রায় ৫৪ শতাংশ রোগীর ক্ষেত্রে থাকে এই আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার পর রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। আর সেই সুযোগে শরীরে বাসা বাঁধতে পারে এই ব্ল্যাক ফাঙ্গাস।
যেসব আক্রান্ত ব্যক্তি একটানা অনেকদিন আইসিইউ-তে থেকে চিকিৎসা নিয়েছেন বা যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই সংক্রমণের ঝুঁকি বেশি।
ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ কি ছোঁয়াচে?
ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে রোগ কি না এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ছোঁয়াচে নয়। এটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সরাসরি ছড়াতে পারে না। মারাত্মক এই ছত্রাক ক্ষতিগ্রস্ত করে ফুসফুসকে। এই সংক্রমণের ফলে চোখের সমস্যা থেকে শুরু করে ত্বকের সমস্যা, অনেককিছুই দেখা দিতে পারে।
এটি কতটা ক্ষতি করতে পারে তা নির্ভর করে ফাঙ্গাস কতটা শক্তিশালী এবং রোগীর শরীরের অবস্থার ওপর। অনেক করোনা রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণ হলো এই ব্ল্যাক ফাঙ্গাস।
কোনো ব্যক্তির শরীরে মিউকরমাইকোসিসের লক্ষণ এবং উপসর্গগুলো দেখা দিলে তাকে অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে রিপোর্ট করে চিকিৎসা সেবা নেওয়া উচিত। এ রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় না এবং রোগ সম্পর্কে মানুষের সচেতনতারও অভাব রয়েছে। আর তাই সকলের উচিত আক্রান্ত হওয়ার আগেই যথাযথ স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপগুলো অনুসরণ করা।
টিএম