পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
পশ্চিমবঙ্গে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও আগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। তিন ঘণ্টার বদলে পরীক্ষা হবে দেড় ঘণ্টার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এতে মহামারি করোনার কারণে স্থগিত হয়ে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্যে অনিশ্চয়তা কাটতে চলেছে। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আশঙ্কা ও উদ্বেগ সত্ত্বেও এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দফতর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, এ বিষয়ে সবিস্তার ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করবেন। তবে নীতিগতভাবে ঠিক হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা পরে হবে। তার আগে জুলাইয়ে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, করোনাবিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে সিট পড়বে। কারণ ছাত্র-ছাত্রীরা নিজের স্কুলে পরীক্ষা দিতে পারলে সুবিধা হয়। বাড়ির সামনের স্কুলে পরীক্ষা হলে বাসে করে যেতে হয় না। সাবজেক্ট যাতে কমিয়ে দেওয়া যায় তাও দেখা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে আরও বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে নেওয়ার সঙ্গত কারণ রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও প্রবেশিকা পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। তাই মাধ্যমিক পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মাধ্যমিকের পরীক্ষার্থী ১২ লাখের বেশি। আবশ্যিক বিষয় ৭টি। অ্যাডিশনাল সাবজেক্ট ৩৮ থেকে ৫৮টা। অ্যাডিশনাল সাবজেক্টের জন্য পরীক্ষা হবে না। স্কুলের পরীক্ষায় যে নম্বর ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত বিষয়ে পেয়েছে সেটিই মাধ্যমিক পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ হবে।
এএস