টানা কয়েক দিনের কম্পনের পর সান্তোরিনির কাছে শক্তিশালী ভূমিকম্প

এজিয়ান সাগরের আগ্নেয় দ্বীপ সান্তোরিনিতে টানা কয়েক দিনের কম্পনের পর অঞ্চলটির কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।
এদিকে টানা কম্পনের পর আতঙ্কের জেরে ইতোমধ্যেই হাজার হাজার মানুষ এই দ্বীপটি ছেড়ে গেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমটি বলছে, গ্রীক দ্বীপপুঞ্জ আমর্গোস এবং সান্তোরিনির মধ্যে একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এই এলাকায় একটানা কম্পনের কয়েকদিন পর এই ভূমিকম্প আঘাত হানলো। ১১ হাজারেরও বেশি লোক ইতোমধ্যেই সান্তোরিনি ছেড়েছেন। যাদের প্রায় ৭ হাজার ফেরিতে করে এবং ৪ হাজার আকাশপথে এই এলাকা ছেড়ে গেছেন।
ভূমিকম্পটি কয়েক মিনিট আগে দুটি ছোট কম্পনের পরে আঘাত হানে। স্থানীয় সময় রাত ৯টা ৯ মিনিটে রেকর্ড করা এই কম্পনের মাত্রা ৫.২ ছিল বলে রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে হওয়া কম্পনের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে ভূমিকম্পের পর এখন পর্যন্ত দ্বীপটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। সান্তোরিনির পাশাপাশি আনাফি, পারোস, নাক্সোস এবং মাইকোনোসসহ অন্যান্য প্রতিবেশী দ্বীপগুলোতেও স্কুল শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।
জলবায়ু ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে বিশেষায়িত অগ্নিনির্বাপকদের ইউনিটকে সান্তোরিনিতে পাঠানো হচ্ছে। বিশেষ কুকুর এবং একটি মোবাইল অপারেশন সেন্টারসহ বেশ কিছু দলও দ্বীপে পাঠানো হয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারগুলো স্ট্যান্ডবাইতে রয়েছে।
কিকিলিয়াস আরও বলেন, দুর্বল লোকদের সরিয়ে নিতে সহায়তা করার জন্য উপকূলরক্ষী এবং সশস্ত্র বাহিনী কাজ করবে।
এর আগে গত শুক্রবার থেকে এজিয়ান সাগরের আগ্নেয় দ্বীপ সান্তোরিনি ও আমর্গোসে দফায় দফায় কম্পন রেকর্ড করা হয়। এমনকি গত সোমবার প্রতি কয়েক মিনিট অন্তর সান্তোরিনিতে কয়েকটি ৪ মাত্রার ওপরেসহ ভূমিকম্প অনুভূত হতে থাকে। এ কারণে লোকজনকে ঘরের ভেতরে না থাকার এবং ছোট বন্দরগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন
উল্লেখ্য, গ্রিস একাধিক ফল্ট লাইনের ওপরে অবস্থিত আর এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ভূকম্পন ইউরোপের এই দেশটিতে স্বাভাবিক দুর্যোগ পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রায় ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে ইতিহাসের অন্যতম বৃহত্তম অগ্ন্যুৎপাতে সান্তোরিনি দ্বীপটি বর্তমান আকারে গঠিত হয়েছিল। আর ১৯৫০ সালে এই এলাকায় হয়েছিল সর্বশেষ অগ্ন্যুৎপাত।
টিএম