ইয়াসের আঘাতে সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ
ভারতের ওডিশায় আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলোতেও ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যে ছারখার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। গোটা অরণ্য এখন জলমগ্ন। তাই প্রাণ বাঁচাতে লোকালয়ে ছুটে এল বাঘ।
পশ্চিমবঙ্গের কুলতলির মৈপিঠ উপকূল থানা এলাকার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, বুধবার সকালে ইয়াস আঘাত হানার পর বেশ কয়েকজন আশপাশের এলাকায় বাঘ ঘুরে বেড়াতে দেখেন। দ্রুত বনদফতরে খবর পাঠানো হয়।
বিজ্ঞাপন
স্থানীয়দের মাধ্যমে এমন খবর জানতে পারার পরই কুলতলি বিট অফিসের বনকর্মীরা ছুটে আসেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই জাল আর ঘুমপাড়ানি বন্দুক নিয়ে তড়িঘড়ি বাঘ ধরতে নেমে পড়েন তারা। যদিও সবশেষ পাওয়া খবরে বাঘটিকে কোনোমতেই বাগে আনা যায়নি।
বাঘ নিয়ে এই আতঙ্কের মধ্যে বন্যার শঙ্কা শুরু হয়েছে। প্রবল জলোচ্ছ্বাস ও ঝড়ের দাপটে কুলতলির অনেক জায়গায় বাঁধে ফাটল লক্ষ্য করা যায়। বৃষ্টির বেগ যত বাড়বে ততই ফাটল চওড়া হবে। এমনকি জলের তোড়ে বাঁধ ভেঙে পড়ার সম্ভাবনাও চোখ রাঙাচ্ছে।
আপৎকালীন ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে উপদ্রুত এলাকার বাসিন্দাদের নিরাপদে বিভিন্ন আশ্রয় শিবিরে সরানো হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন সেন্টারগুলোকেও। আজ বুধবার এমনটাই জানিয়েছেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডল।
এএস/জেএস