শারীরিক অবস্থার অবনতি, আইসিইউ’তে বুদ্ধদেব ভট্টাচার্য
শারীরিক অবস্থার হঠাৎই অবনতিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে নেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সোমবার রাত থেকেই বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যায় ৮০-র কাছাকাছি। মঙ্গলবার সকালে তাকে অবিলম্বে হাসপাতালের ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে বুদ্ধদেবের বাড়িতে পৌঁছে যায় অ্যাম্বুল্যান্স। সেখান থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সাবেক এই মুখ্যমন্ত্রীকে।
বিজ্ঞাপন
সোমবার থেকেই স্বাভাবিক ভাবে হাঁটা-চলা করতে পারছিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে নিরবচ্ছিন্ন বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছিল বলেও জানিয়েছিলেন চিকিৎসকেরা।
সম্প্রতি বুদ্ধদেব এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বুদ্ধদেব বাড়িতে থেকে চিকিৎসা করালেও মীরাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সোমবারই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মীরা। গত দু’দিনে বুদ্ধদেবেরও শারীরিক অবস্থারও ক্রমশ উন্নতি হচ্ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
বাইপ্যাপের সাহায্যে তার অক্সিজেনের মাত্রাও ঠিক ছিল। তবে মঙ্গলবার হঠাৎই তার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আর ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। আগে থেকেই সিওপিডি’র সমস্যা থাকায় ঝুঁকি না নিয়ে তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও বুদ্ধদেবকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু হাসপাতালে যেতে নারাজ সাবেক এই মুখ্যমন্ত্রী বাড়িতে থেকেই চিকিৎসা সেবা নিচ্ছিলেন। বাড়িতেই অক্সিজেন সরবরাহ এবং বাইপ্যাপ সাপোর্টের ব্যবস্থা করা হয়েছিল তার।
টিএম