ভারতের বিহার
রেললাইনে বসে পাবজি খেলার সময় একসঙ্গে ট্রেনে কাটা পড়ল ৩ কিশোর
রেললাইনের ওপরে বসে একমনে মোবাইল গেম খেলছিল তিন কিশোর। তিন জনেরই কানে ছিল হেডফোন। বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না।
আচমকা ট্রেন এসে পড়ায় রেললাইনের ওপরেই মৃত্যু হয়েছে তিন জনের। তাদের শরীরের ওপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যম বলছে, বিহারের পশ্চিম চম্পারন জেলায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহত তিন কিশোর হচ্ছে— ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারী। পুলিশ সূত্রে জানা গেছে তারা তিন জনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। অবশ্য ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝ বরাবর বসেছিল তিন কিশোর। কানে হেডফোন দিয়ে মোবাইল গেমে বুঁদ হয়ে ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাই শুনতে পায়নি তারা। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশও।
এ বিষয়ে এসডিপিও বিবেক দীপ বলেন, “মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের লাশ পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।”
আরও পড়ুন
তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে— রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন তারা।”
এদিকে অনিরাপদ পরিবেশে বিশেষ করে রেলপথে মোবাইল গেম খেলার বিপদ সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকদের তাদের শিশুদের গেমিং অভ্যাস নিরীক্ষণ করার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি রোধ করতে পাবলিক স্পেসে সতর্ক থাকার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
টিএম