করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে আরও ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। রাজ্যে চলমান লকডাউনের কারণেই কমেছে নতুন আক্রান্তের সংখ্যা। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

রোববার (২৩ মে) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪২২ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫৬ জন। উত্তর ২৪ পরগনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন। মহামারি শুরুর পর থেকে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৬৭ হাজার ৯০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৬ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৬৪ জনে।

করোনা নিয়ন্ত্রণে গত ১৬ মে থেকে পশ্চিমবঙ্গে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। আগামী ৩০ মে এই বিধিনিষেধ শেষ হওয়ার কথা। তবে বিধিনিষেধের জেরে রাজ্যটিতে কমেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। অপরদিকে বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও।

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন। এই নিয়ে মোট পশ্চিমবঙ্গে ১১ লাখ ২২ হাজার ২০১ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন। রাজ্যে সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।

টিএম