টানা প্রায় ১৫ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি।

এর মধ্যেই সামনে এসেছে ভয়াবহ এক রিপোর্ট। এতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমে গেছে। ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস) এই রিপোর্ট প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলে গাজার জনসংখ্যা ৬ শতাংশ হ্রাস পেয়েছে বলে মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান দেখা গেছে। ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)-এর প্রধান ওলা আওয়াদ বলেছেন, এই অঞ্চলের জনসংখ্যা ২১ লাখে নেমে এসেছে। অর্থাৎ ২০২৩ সাল থেকে গাজার জনসংখ্যা কমেছে ১ লাখ ৬০ হাজার।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। আওয়াদ বলেন, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অন্য আরও ১ লাখ মানুষ ভূখন্ডটি ছেড়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ১৭ হাজার ৫৮১ শিশু এবং ১২ হাজার ৪৮ জন নারী। এছাড়া এক বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং আরও প্রায় ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত  গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

টিএম