ইরানে গিয়ে আইন লঙ্ঘন, ইতালীয় সাংবাদিক গ্রেপ্তার
আইন লঙ্ঘনের অভিযোগে ইতালিয়ান সাংবাদিক সিসিলিয়া সালাকে গ্রেপ্তার করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। সোমবার ইরানের সরকারি কর্মকর্তারা ইতালীয় এই সাংবাদিককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৯ বছর বয়সী সিসিলিয়া সালা ইতালির দৈনিক সংবাদপত্র ইল ফোজলিও ও পডকাস্ট কোম্পানি চোরা মিডিয়ায় কর্মরত আছেন। গত ১৯ ডিসেম্বর ইরানের পুলিশ তাকে তেহরান থেকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞাপন
মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে চলতি মাসে ইতালিতে এক ইরানি নাগরিককে গ্রেপ্তারের সঙ্গে সাংবাদিক সিসিলিয়ার গ্রেপ্তারের কোনও যোগসূত্র রয়েছে কি না, শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সেই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তাজানি বলেন, ইরানে বন্দী ইতালীয় সাংবাদিকের এই ঘটনাটি ‘‘জটিল’’, তবে রোম সিসিলিয়াকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা করছে।
ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর সাংবাদিক ভিসায় ইরান ভ্রমণে আসেন ইতালীয় নাগরিক সিসিলিয়া সালা। ইসলামী প্রজাতন্ত্রের আইন লঙ্ঘনের অভিযোগে ১৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পডকাস্ট কোম্পানি চোরা মিডিয়া বলেছে, বৈধ সাংবাদিক ভিসা নিয়ে ১২ ডিসেম্বর ইরানের উদ্দেশ্যে রোম ছাড়েন সাংবাদিক সালা। ইরানের পরিস্থিতি নিয়ে তিনি একাধিক সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেন। তার পাঠানো প্রতিবেদন নিয়ে পডকাস্টের তিনটি পর্ব তৈরি করা হয়েছিল। ২০ ডিসেম্বর রোমে ফেরার কথা ছিল সিসিলিয়ার।
বিবৃতিতে বলা হয়েছে, সালা তার পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন এবং তেহরানে ইতালীয় দূতাবাসকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়েছে।
গত কয়েক বছরে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের দায়ে ইরানের নিরাপত্তা বাহিনী কয়েক ডজন বিদেশি ও দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগের বিরুদ্ধেই গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তা হুমকির অভিযোগ আনা হয়েছে।
তবে ইরান এ ধরনের গ্রেপ্তারের মাধ্যমে অন্যান্য দেশের কাছ থেকে সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। যদিও কূটনৈতিক সুবিধা অর্জনের আশায় বিদেশিদের গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছে ইরান।
সূত্র: রয়টার্স।
এসএস