বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের মসনদে পালাবদল ঘটেছে, ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প
রক্তক্ষয়ী যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লাগামহীন অগ্রগতি, আর্থিক সংকট, রাজনৈতিক পরিস্থিতির মুহূর্তে মুহূর্তে রঙ বদলানো আর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের ক্ষমতার মসনদে পালাবদলের মধ্য দিয়ে কেটে গেল ২০২৪ সাল। বিশ্বজুড়ে এই বছরের আলোচিত কিছু ঘটনা যেমন মানুষের মনে আলোচনার জন্ম দিয়েছে, তেমনই কিছু ঘটনা পাল্টে দিয়েছে মানুষের চিন্তার বাতাবরণও। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্রীদের তোলা বছরের কিছু সেরা ছবিতে ২০২৪ সাল দেখে নেওয়া যাক।
বিশ্বজুড়ে চলতি বছরের সেরা কিছু ছবি...
২০২৪ সালের গ্রীষ্মের মৌসুম ছিল বৈশ্বিক ক্রীড়াযজ্ঞে ঠাসা। বিশ্ব অলিম্পিক ও প্যারালিম্পিকের আসর বসেছিল প্যারিসে।
বিজ্ঞাপন
মানুষ সূর্যগ্রহণের মতো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সময়ও পেয়েছে...
দেখা যায় উল্কাবৃষ্টি ও আগ্নেয়গিরিও...
বিশ্বের কিছু মানুষের জন্য ২০২৪ সাল ছিল সংঘাতের বছর। এই সংঘাতের মাঝে পড়ে যান বেসামরিক নাগরিকরাও।
২০২৪ সালকে গণতন্ত্রের জন্য বিশাল অর্জনের এক বছর বলা যায়। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ৮০টিরও বেশি দেশে তাদের নতুন নেতা বেছে নিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতায় থাকা ব্যক্তিদের ভিত নাড়িয়ে দিয়েছে বিক্ষোভ, অস্থিতিশীলতা আর ক্ষোভ। সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখোমুখি করেছেন তারা।
উত্তর ক্যারোলিনায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং স্পেনে নজিরবিহীন বন্যা-সহ প্রাণবিনাশী বৈরী আবহাওয়া বিশ্বজুড়ে বিপর্যয় সৃষ্টি করেছে।
দক্ষিণ আফ্রিকা ও গ্রিসের বিশাল এলাকা ধ্বংস করেছে দাবানল।
বছরজুড়ে অন্যান্য দুর্যোগও গণমাধ্যমের শিরোনাম হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে যুক্ত হতে শুরু করার ফলে বিজ্ঞান মানবতাকে ভবিষ্যতের আরেক ধাপ কাছাকাছি নিয়ে গেছে। রোবটের এই ছবিতে মুখ ঢাকতে ব্যবহার করা হয়েছে মানুষের ত্বকের টিস্যু। যা রোবটকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে।