৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে নিখোঁজ হওয়া এক বাংলাদেশির সন্ধান মিলেছে। তার নাম আবু আল-কাসিম। দেশটিতে যাওয়ার পর গত ছয় মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না ৩০ বছর বয়সী বাংলাদেশি এই যুবকের।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে ব্যাংককের একটি হোটেলে খুঁজে পান থাইল্যান্ডের কর্মকর্তারা। দক্ষিণ-পূর্ব ব্যাংককের ওই হোটেলে থাই এক নারীর সঙ্গে ছিলেন তিনি। এ সময় সঙ্গে মাদক রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড।
— Thenationthailand (@Thenationth) December 27, 2024
সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডে যাওয়ার পর ছয় মাস ধরে নিজের পরিবারের কাছে নিখোঁজ থাকা এক বাংলাদেশিকে বৃহস্পতিবার থাই অভিবাসন পুলিশ খুঁজে পেয়েছে। মাদক সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ।
নেশন থাইল্যান্ড বলছে, থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা দক্ষিণ-পূর্ব ব্যাংককের ব্যাং না-তে একটি হোটেলের নবম তলার এক কক্ষে একজন থাই নারীর সঙ্গে থাকা অবস্থায় খুঁজে পান আবু আল-কাসিমকে। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে স্ন্যাক বাক্সে লুকিয়ে রাখা প্রায় ২ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (বরফ) পাওয়া যায়।
ইমিগ্রেশন ডিভিশন ১-এর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আল-কাসিম ছয় মাসেরও বেশি আগে থাইল্যান্ডে আসেন। তারপর বাংলাদেশে আত্মীয়দের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, তিনি এই বছরের মে মাসে থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন এবং ইতোমধ্যে তার ট্যুরিস্ট ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।
পুলিশ বলেছে, বাংলাদেশি এই যুবক মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করেছেন এবং বলেছেন, থাইল্যান্ডে বিদ্যমান স্বাধীনতায় তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি মাদকের দিকে ঝুঁকে যান।
আরও পড়ুন
সংবাদমাধ্যম বলছে, হোটেলে খুঁজে পাওয়ার পর আবু আল-কাসিমকে ব্যাং না থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাইল্যান্ডে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।
টিএম