ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর দৈনিক সংখ্যা ফের ১৫০ ছাড়িয়েছে। তবে প্রায় দুই সপ্তাহ ধরে নতুন আক্রান্তের সংখ্যা টানা ১৯ হাজারের ওপর থাকার পর গত ২৪ ঘণ্টায় তা নিম্নমুখী হয়েছে। যদিও দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৫ শতাংশে। সেই সঙ্গে সংক্রমণের মোট হারও বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৩ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

শনিবার (২২ মে) রাতে রাজ্যটির স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১৫৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪৩ জন এবং কলকাতায় ৪১ জন মারা গেছেন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যটিতে ১৪ হাজার ২০৮ জনের মৃত্যু হয়েছে।

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। গত ১৫ দিন পর এই প্রথম দৈনিক সংক্রমণ ১৯ হাজারের নিচে নামল। রাজ্যজুড়ে চলমান লকডাউনের কারণে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১২ লাখ ৪৮ হাজার ৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকে আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে। শম্পা চক্রবর্তী নামে ৩২ বছর বয়সী ওই নারী সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতার ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি ছিলেন।

করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসেও আক্রান্ত হন শম্পা। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা করা হলেও শেষরক্ষা হয়নি। করোনা এবং ব্ল্যাক ফাঙ্গাসের জেরে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়।

টিএম