আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-বিরোধী অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে আসছেন কলকাতার বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এবার সেই ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের একটি হ্যাকার কমিউনিটি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স দাবি করছে, বাংলাদেশ-বিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ময়ূখ রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

পোস্টে বলা হয়েছে, ‘‘কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসারণ সফল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে ও সংবাদমাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে ‘বাংলাদেশ থাকবে না’ আর ‘চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত’- বলে সংবাদ প্রচার করে। অমানবিক উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ ডিজেবল করা হয়েছে।’’

ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদমাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত। বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় সম্প্রতি দর্শকমহলের নজরে আসেন তিনি। অনেকেই তার উপস্থাপনাকে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন।

এমএসএ