দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতির মাধ্যমে মঙ্গলবার এমন আহ্বান জানিয়েছেন কারাগারে বন্দি ইমরান। তিনি বলেছেন, “পাকিস্তানি জনগণ ও পিটিআই কর্মীদের আমি স্যালুট জানাই যারা নিজেদের অধিকারের জন্য দাঁড়িয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে এবং এই দেশের ওপর চাপিয়ে দেওয়া মাফিয়ার কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা চাইছে।”

নিজের বার্তা পরিষ্কার জানিয়ে ইমরান আরও বলেছেন, “শেষ বল পর্যন্ত লড়াই করুন। আমাদের দাবি সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আমরা পেছনে ফিরব না।”

তিনি দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবীরের নির্দেশনায় পিটিআইয়ের সাধারণ কর্মীদের ওপর গুলি ছুড়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। গুলি ছোড়ার বিচার দাবি করে ইমরান খান বলেছেন, “সাধারণ মানুষ শুধুমাত্র শান্তিপ্রিয় ছিল তাই-ই নয়। তারা পুলিশ এবং রেঞ্জার্সকে সহায়তা করছিল। বিশ্ববাসীর জানা উচিত আমরা অত্যাচারের শিকার হচ্ছি।”

সামরিক আদালতে বিচার হতে পারে এমন গুঞ্জনের জবাবে কারাগারে বন্দি ইমরান খান বলেছেন, “আমি সামরিক আদালতকে ভয় পাই না, আমাদের দাবিদাওয়া থেকে পিছু হটব না। তাদের যা করা প্রয়োজন, করতে দিন।”

চলমান এই আন্দোলনকে পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার আন্দোলন উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, “সব বিক্ষোভকারীকে শান্ত, একতা, তীক্ষ্ণতা বজায় রাখতে হবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এটি পাকিস্তানের অস্তিত্ব এবং সত্যিকারের স্বাধীনতার লড়াই।”

ইমরানকে কারাগার থেকে মুক্ত করতে গত রোববার রাজধানী ইসলাবাদের দিকে আসা শুরু করে তার কর্মী সমর্থকরা। আজ তারা ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডি-চকে এসে পৌঁছেছে। এরপর থেকেই ইসলামাবাদে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত ১০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এমটিআই