গাজায় যুদ্ধের বিরোধিতা
ইসরায়েলের সবচেয়ে পুরোনো দৈনিককে নিষেধাজ্ঞা নেতানিয়াহুর
গাজায় যুদ্ধের বিরোধিতা এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অপরাধ ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ইসরায়েলের সবচেয়ে পুরোনো দৈনিক পত্রিকা ডেইলি হারেৎজকে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গতকাল সোমবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ছিল। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি বৈঠকের শেষার্ধে হারেৎজকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, “আমরা এমন কোনো বাস্তবতাকে কখনও গ্রহণ করতে পারি না, যেটি বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে, আমাদের মহান প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালবে এবং শত্রুদের কাছ থেকে পাওয়া অর্থের বিনিময়ে তাদেরকে সমর্থন করবে।”
বিজ্ঞাপন
“আমরা সবসময়ই সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। সেই সঙ্গে আমি মনে করি, যে সংবাদমাধ্যম ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে উসকানি দেয়, সেটির ব্যাপারে সরকারের সতর্ক হওয়া প্রয়োজন।”
শ্লোমো কারহি এ প্রস্তাবটি উত্থাপনের পরপরই নেতানিয়াহু তাতে সায় দিয়েছেন বলে জানা গেছে বৈঠকসূত্রে।
হারেৎজ ইসরায়েলের সবচেয়ে পুরোনো দৈনিক পত্রিকা। ১৯১৮ সাল থেকে নিয়মিত এটি প্রকাশিত হয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর এই পত্রিকাটি যুদ্ধবিরতের পক্ষে অবস্থান নেয়। এছাড়া সম্প্রতি আইডিএফের কয়েকজন কর্মকর্তার দুর্নীতি ও অপরাধের তথ্য দিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে হারেৎজ।
তবে ইসরায়েলের রাজনীতি বিশ্লেষকরা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা আদেশের ক্ষেত্রে মূল প্রভাবক হিসবে হারারেৎজের প্রকাশক আমোস শোকেনের সাম্প্রতিক একটি বক্তব্য। গত মাসে লন্ডনে এক কনফারেন্সে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর নিষ্ঠুর বর্ণবাদী হামলা বলে’ নিন্দা জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে ‘মুক্তিযোদ্ধা’ বলেও উল্লেখ করেছিলেন।
পরে অবশ্য এক বিবৃতিতে তিনি বলেছিলেন যে হামাস যোদ্ধাদের তিনি মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করেননি, কিন্তু ততক্ষণে বিপর্যয় যা ঘটার, ঘটে গেছে।
সূত্র : আরটি, ভয়েস অব আমেরিকা
এসএমডব্লিউ