ব্রাজিলে পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ল বাস, নিহত ১৭
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৭ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রত্যন্ত এলাকায় পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।
সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বিজ্ঞাপন
লাতিন আমেরিকার এই দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী একটি বাস গিরিখাদে পড়ে যাওয়ার পর ১৭ জন নিহত হয়েছেন।
নিহতদের শনাক্ত করতে এবং বাসের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ। প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, বাসটি ২০ মিটার (৬৫ ফুট) গভীর খাদে পড়ে গিয়েছিল। দুর্ঘটনায় “বেশ কিছু” লোক আহত হয়েছেন বলেও এতে বলা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, তার সরকার “ক্ষতিগ্রস্তদের সহায়তা, যত্ন এবং যথাযথ সমর্থনের কাজে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে।”
তিনি দুর্ঘটনায় জড়িতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আলাগোয়াস প্রদেশের গভর্নর পাওলো দান্তাস এক্সে দেওয়া এক পোস্টে এই “ট্র্যাজেডির” ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।
আরও পড়ুন
এএফপি বলছে, বাসটি প্রায় ৪০ জন লোককে পাহাড়ি রাস্তা দিয়ে ইউনিয়াও ডস পালমারেস শহরের কাছে একটি ঐতিহাসিক স্থানে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে পথিমধ্যে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে।
টিএম