ইসলামাবাদ অভিমুখে যাত্রা, পিটিআই কর্মীদের ওপর পুলিশের হামলা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কর্মী সমর্থকরা আজ রোববার রাজধানী ইসলামাবাদে জড়ো হতে দেশের বিভিন্ন জায়গা থেকে রওনা দেন। তবে ইসলামাবাদে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে তাদের। তা সত্ত্বেও হাজার হাজার পিটিআই সমর্থক ইসলামাবাদে প্রবেশ করা শুরু করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
এরমধ্যে অনেক জায়গায় পুলিশি হামলার শিকার হয়েছেন তারা। তাদের লক্ষ্য করে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস।
বিজ্ঞাপন
স্থানীয় সময় সন্ধ্যার পর পিটিআইয়ের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যাচ্ছে ইসলামাবাদ এক্সপ্রেসে তাদের কর্মীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। পিটিআই এই পোস্টের শিরোনামে লিখেছে, “ফ্যাসিস্ট সরকার ইসলামাবাদ এক্সপ্রেসে নিজ নাগরিকদের ওপর শেল ছুড়ছে। এটি খুবই লজ্জাজনক এই সরকার পাকিস্তানিদের সঙ্গে কেমন ব্যবহার করছে।”
কাঁদানে গ্যাস ছোড়ার আরেকটি ভিডিও প্রকাশ করেছে পিটিআই। তারা দাবি করেছে টাক্সিলার কাছে ভারপ্রাপ্ত প্রধান নেতা ওমর আইয়ুবের বহরে হামলা চালিয়েছে পুলিশ। ভিডিওর শিরোনামে পিটিআই লিখেছে, “ওমর আইয়ুবের বহর লক্ষ্য করে ভারী শেলিং। নিজ নাগরিকদের ওপর হামলার ক্ষেত্রে এই ফ্যাসিস্ট সরকার সব সীমা অতিক্রম করছে।”
তবে সব বাধা অতিক্রম করে ইসলামাবাদের ডি চকে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের নেতারা। রাজধানীতে ১৪৪ ধারা জারি থাকলেও সেটি তারা মানছেন না।
সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইসলামাবাদের কিছু জায়গায় ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ১৩ নভেম্বর ইসলামাবাদে ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচি ঘোষণা করেন ইমরান খান। ওইদিন তিনি তার সমর্থকদের দাবি আদায়ে ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান।
সূত্র: দ্য ডন
এমটিআই