মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ ইসরায়েলি বংশোদ্ভূত মলদোভার এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইহুদি ধর্ম বিশেষজ্ঞ এই রাব্বিকে হত্যার ঘটনাকে ইহুদি-বিরোধী ‘‘সন্ত্রাসী হামলা’’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েল এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া ইসরায়েলি-মলদোভান জভি কোগানের মরদেহ আমিরাতের নিরাপত্তা সংস্থাগুলো উদ্ধার করেছে।

বিশ্বজুড়ে ইহুদি ধর্ম প্রচারের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন চাবাদ হাসিদিক আন্দোলন। এই আন্দোলনের প্রতিনিধি হিসাবে সংযুক্ত আরব আমিরাতে বসবাস ও কাজ করছিলেন ইসরায়েলি-মলদোভান ওই নাগরিক। 

রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘‘এই হত্যাকাণ্ড সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে। একজন ইসরায়েলি নাগরিক ও চাবাদ প্রতিনিধিকে হত্যার এই ঘটনা ঘৃণ্য ইহুদি-বিরোধী সন্ত্রাসী হামলা।’’

‘‘ইসরায়েল তার ক্ষমতার সমস্ত উপায় ব্যবহার করে ঘাতকদের এবং যারা তাদের পাঠিয়েছে, তাদের আইনের আওতায় আনবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না।’’ তবে বিবৃতিতে কীভাবে কোগানের খুনীদের বিচারের আওতায় আনা হবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি।

কোগান কী ধরনের পরিস্থিতিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারাও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। বাহরাইন এবং মরক্কোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে দেশটির পক্ষ থেকে কোগানের হত্যাকাণ্ডের বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, গত বৃহস্পতিবার থেকে আমিরাতের দুবাইয়ে নিখোঁজ হন কোগান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনায় তদন্ত করছে। কোগানের নিখোঁজ হওয়াকে ‘‘সন্ত্রাসী ঘটনা’’ হিসেবে বিবেচনা করে তারা তদন্ত শুরু করে।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে বলেছেন, ‘‘ইহুদি-বিরোধী এই জঘন্য হামলা ইহুদি জনগণের শত্রুদের অমানবিকতার একটি দিক স্মরণ করিয়ে দেয়’’

তিনি বলেন, ‘‘এই হত্যাকাণ্ড সংযুক্ত আরব আমিরাতে কিংবা বিশ্বের অন্য যে কোনও জায়গায় ইহুদিদের প্রচার ও প্রসার চালিয়ে যাওয়া থেকে আমাদের বিরত রাখতে পারবে না।’’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই হত্যাকাণ্ডকে ‘‘কাপুরুষোচিত এবং ঘৃণ্য ইহুদি-বিরোধী সন্ত্রাসী অপরাধ’’ বলে নিন্দা জানিয়েছেন। কোগান হত্যাকাণ্ডের ঘটনায় আবুধাবিতে নিযুক্ত মলদোভার দূতাবাস স্থানীয় কর্মকর্তাদের সহযোগিতা করছে বলে দেশটি জানিয়েছে। যদিও মলদোভার সরকারের এক বিবৃতিতে কোগানের নিখোঁজ হওয়ার তথ্য দেওয়া হয়েছে। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কি না, বিবৃতিতে সেটি নিশ্চিত করা হয়নি।

সূত্র: এএফপি, রয়টার্স।

এসএস