যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গেোজ্যের পাম বিচে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে শনিবার পশ্চিমা এই সামরিক জোটের একজন মুখপাত্র জানিয়েছেন।

ন্যাটোর মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ এক বিবৃতিতে বলেছেন, ন্যাটো বর্তমানে যে ধরনের বৈশ্বিক নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে, বৈঠকে সেসবের পরিসর নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প এবং রুটে। 

পশ্চিমা এই জোটের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, রুটে ও তার প্রতিনিধি দলের সদস্যরা ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি নির্বাচিত এই প্রেসিডেন্টের হোয়াইট হাউসে নিয়োগ করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কংগ্রেসম্যান মাইক ওয়াল্টজের সঙ্গেও সাক্ষাত করেছেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে নেদারল্যান্ডসের সরকারি বিমানে করে ফ্লোরিডায় গেছেন মার্ক রুটে; ডাচ গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও ন্যাটো কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত মাসে ন্যাটোর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ২০১৭-২১ সালের প্রথম মেয়াদের সময় তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ইউরোপীয় নেতাদের মাঝে সবচেয়ে দক্ষ হিসেবে রুটেকে মনে করা হয়।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় বারের মতো জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

দু’দিন আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার প্রতিশোধে ইউক্রেনের দিনিপ্রো অঞ্চলে প্রথম বারের মতো মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহার করায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমাদের শত্রুদের যারা অস্ত্র দিয়ে সহায়তা করছে, তাদের সামরিক স্থাপনাও আমাদের ক্ষেপণাস্ত্রের নিশানায় থাকবে। এমনকি পশ্চিমা দেশগুলোতে রাশিয়া হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স, এএফপি।

এসএস