ভারতের আসামের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার করিমগঞ্জ বিভাগের নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছে রাজ্য সরকার। গতকাল মঙ্গলবার আসামের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাতে এবং ‘এই বিভাগের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে’ করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে।

তিনি বলেছেন, “১০০ বছরেরও বেশি সময় আগে, কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর আসামের এই করিমগঞ্জকে শ্রীভূমি— মা লক্ষীর ভূমি হিসেবে অভিহিত করেছিলেন। আসামের মন্ত্রিসভা এই স্থানের নাম পরিবর্তন করে জনগণের দীর্ঘদিনের দাবি আজ (মঙ্গলবার) পূরণ করেছে।”

আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিহাস, স্থানীয় সংস্কৃতি এবং গুরুত্বের বিষয়টি বিবেচনা করে তারা অন্যান্য জায়গার নামও পরিবর্তন করবেন।

ব্রিটিশ-ভারত শাসনামলে ১৮৭৮ সালে বর্তমান আসামের করিমগঞ্জ বিভাগটি বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগের একটি উপ-বিভাগ ছিল। ১৯৯৩ সালে করিমগঞ্জকে আসামের একটি পূর্ণ বিভাগ করা হয়। এখানে প্রায় ১২ লাখ মানুষ বাস করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমটিআই