পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সৈন্য নিহত
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। শনিবারের এই হামলায় আধা-সামরিক বাহিনীর অন্তত সাত সৈন্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে ৭ সৈন্যকে হত্যা করেছেন বিচ্ছিন্নতাবাদীরা।
বিজ্ঞাপন
বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমান বলেছেন, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণের পার্বত্য কালাত জেলার তল্লাশি চৌকিতে শনিবার ভোরের দিকে কয়েক ঘণ্টা ধরে হামলা চালিয়েছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা।
তিনি বলেন, হামলায় আধাসামরিক বাহিনীর আরও অন্তত ১৮ সৈন্য আহত হয়েছেন; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর ওপর সন্ত্রাসীদের এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রয়টার্সের প্রতিনিধির কাছে পাঠানো এক ই-মেইলে বলেছে, আধা-সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী সম্প্রতি প্রদেশজুড়ে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় এই গোষ্ঠীর সদস্যরা। এতে বেসামরিক পোশাক পরিহিত ১৯ সৈন্যসহ অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। ওই সৈন্যরা ছুটি কাটাতে বাড়ি ফেরার জন্য ট্রেনে চড়ার কয়েক মিনিট আগে আক্রান্ত হয়েছিলেন।
এর আগে, গত মাসে দক্ষিণাঞ্চলের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার দাবি করেছে বিএলএ। এই হামলায় দুই চীনা প্রকৌশলী নিহত হন।
বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে লড়াই করছে তারা। এই প্রদেশে সোনা ও তামার খনি ছাড়াও কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর রয়েছে। দেশটির এই বন্দরে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গোষ্ঠীর মধ্যে সবেচেয়ে আলোচিত দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসছে সশস্ত্র এই গোষ্ঠী।
সূত্র: রয়টার্স, এএফপি।
এসএস