যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসী বিষয়ক কর্মসূচি ‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’-কে অবৈধ ঘোষণা করেছেন দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি আদালত। সোমবার টেক্সাসের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জে. ক্যাম্পবেল বার্কার এ রায় দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জো বাইডেন। জুলাই মাসে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে প্রার্থী করে ডেমোক্রেটিক পার্টি। প্রার্থিতা প্রত্যাহারের আগে জুন মাসে ‘কিপিং ফ্যামিলি টুগেদার’ কর্মসূচি ঘোষণা করেন বাইডেন।

এটি ছিল মূলত বৈধ নথিবিহীন অভিবাসীদের নাগরিকত্ব ও গ্রিনকার্ড প্রাপ্তির একটি সুযোগ। এ কর্মসূচির শর্ত ছিল, কোনো বৈধ নথিবিহীন অভিবাসী যদি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করেন এবং ১০ বছর নিরবিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাহলে তিনি নাগরিকত্ব এবং গ্রিনকার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এই দশ বছর কোনো গুরুতর অপরাধ তিনি করতে পারবেন না। যদি এই শর্ত তিনি ভঙ্গ করেন, তাহলে তাকে পত্রপাঠ ফেরত পাঠানো হবে।

আরও বলা হয়েছিল— বৈধ নথিবিহীন কোনো অভিবাসনপ্রত্যাশী যদি মার্কিন নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রের আসেন এবং আসার পর বড় ধরনের কোনো অপরাধ না করেন, তাহলে পরবর্তী ১০ বছর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন এবং এই সময়সীমার মধ্যে তাকে ফেরত পাঠাবে না মার্কিন প্রশাসন। এছাড়া তিন বছর পর এ ধরনের অভিবাসীরা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছিল ‘কিপিং ফ্যামিলিজ টুগেদার’ কর্মসূচিতে।  

২০২৪ সালের ১৭ জুনের আগ পর্যন্ত যেসব অভিবাসী মার্কিন নাগরিককে বিয়ে করে যুক্তরাষ্ট্রে এসেছেন, তারা পরিকল্পনা বা কর্মসূচির আওতাভুক্ত হবেন বলে জানিয়েছিল বাইডেন প্রশাসন।

বাইডেন এই কর্মসূচি ঘোষণা করার প্রায় ২ মাস পর আগস্টে টেক্সাস অঙ্গরাজ্যে এর প্রয়োগে সাময়িক স্থগিতাদেশ দেন বিচারক জে. ক্যাম্পবেল বার্কার, ‍যিনি বাইডেনের পূর্বসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে নিয়োগ পেয়েছিলেন। সদ্য শেষ হওয়া নির্বাচনে ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার এই কর্মসূচিকে অবৈধ ঘোষণা করলেন তিনি।

বৃহস্পতিবারের আদেশে বিচারক বলেছেন, “আমরা অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারি না।” তবে তিনি এ ও বলেছেন, কেউ চাইলে আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

আদালত এই আদেশ ঘোষণার পর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও দ্য রোড নিউইয়র্ক সহ-পরিচালক হ্যারল্ড এ. সলিস। এই এনজিওটি মার্কিন অভিবাসন ও অভিবাসীদের নিয়ে কাজ করে।

এএফপিকে হ্যারল্ড এ সোলিস বলেন, “আদালতের এই আদেশ হতাশাজনক। কিপিং ফ্যামিলিজ টুগেদার বেশ সময়োপযোগী এবং চমৎকার একটি কর্মসূচি। এটি বন্ধ হয়ে গেলে অভিবাসীদের প্রতি অবিচার করা হবে।”

সূত্র : এএফপি, সিএসবি

এসএমডব্লিউ