যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকালে। নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে শুরু হওয়া ভোটে এবার যিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তার হাত ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে যুক্ত হবে একগাদা প্রথমের রেকর্ড।

ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস যদি নির্বাচিত হন, তাহলে যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে তিনিই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয়-আমেরিকান প্রথম কমান্ডার-ইন-চিফ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কমালা হ্যারিসের প্রার্থিতাই ঐতিহাসিক এবং তা নিয়ে কোনও প্রশ্নও নেই। নির্বাচনী প্রচারণার সময়ও তিনি নিজ থেকে পরিচয়কেন্দ্রিক বিষয়গুলোকে সামনে কম এনেছেন।

ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক নিজেকে ‘‘সকল আমেরিকানের প্রার্থী’’ হিসেবে তুলে ধরেছেন নির্বাচনী প্রচারণায়। তিনি বর্ণ কিংবা জাতিগত হিসেব-নিকেশের ঊর্ধ্বে উঠে আমেরিকাকে সবার জন্য গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি বিজয়ী হন, সেটিও আলাদা কারণে ঐতিহাসিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হবে।

কারণ ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প প্রথম ব্যক্তি হবেন; যিনি পাঁচ মাসের কিছু বেশি সময় আগে পর্ন তারকা ড্যানিয়েল স্টোর্মিকে চুপ করাতে ঘুষ দেওয়ার এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। অর্থাৎ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম মার্কিন নাগরিক হিসেবে প্রেসিডেন্ট হবেন তিনি।

এছাড়া বিগত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে টানা মেয়াদে নয়, বরং এক মেয়াদে বিরতি দিয়ে তিনিই প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পালন করবেন। ডোনাল্ড ট্রাম্প এখনও অন্তত দুটি পৃথক ফৌজদারি মামলায় অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হয়েছেন। তবে রাজনৈতিক বিচার ব্যবস্থার শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

এসএস