মহাকাশে ১৯২ দিনের অভিযান শেষ করে দেশে ফিরে এসেছেন তিন চীনা নভোচারী। সঙ্গে করে নিয়ে এসেছেন ৩৪ কেজি ৬০০ গ্রাম সমপরিমাণ স্পেস স্যাম্পল বা নমুনা। সোমবার এক প্রতিবদেনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া।

এই তিন নভোচারীর নামে ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু। রোববার স্থানীয় সময় রাত ১ টা ২৪ মিনিটে চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশের ডংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে তাদের বহনকারী নভোযান শেনঝৌ-১৮। এই মহাকাশযানে চেপেই গত ২৫ এপ্রিল আগে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। তারপর ১৯২ দিনের অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে এসেছেন।

মহাকাশে জীবন ধারণ এবং সেখানকার বিভিন্ন বস্তু সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে অভিযানে গিয়েছিলেন এই তিন নভোচারী। তাদের আগে গত কয়েক বছরে ৬টি চীনা নভোচারী দল সফলভাবে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে এসেছে। সেই হিসেবে তাদের এ অভিযান ছিল বেইজিংয়ের সপ্তম মহাকাশ অভিযান।

শেনঝৌ ১৯ নামের একটি নভোযানকে নিজেদের মহাকাশ স্টেশন হিসেবে ব্যবহার করছে চীন। এই তিন নভোচারীর দায়িত্ব ছিল সেই মহাকাশ স্টেশনের জ্বালানি ও অন্যান্য রসদ সরবরাহ করা এবং তাদের গবেষণায় সহায়তা করা।

গত ২৫ এপ্রিল যাত্রা শুরুর আগের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তারা; তবে তার আগে বেশ কয়েক মাস কোয়ারেন্টাইন অবস্থায় নিবিড় প্রশিক্ষণ নিতে হয়েছে তাদেরকে।

তিনজনের এই দলটির দলনেতা ছিলেন ইয়ে গুয়াংফু। অন্য দু’জনের জন্য এটি প্রথম মহাকাশ সফল হলেও গুয়ংফু’র এর আগে এক বছর অস্থায়ী মহাকাশ স্টেশনে কাটানোর অভিজ্ঞতা ছিল।   

সূত্র : আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ