পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে (প্রতীকী ছবি)

সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় কমপক্ষে ৫ জন অভিবাসী মারা গেছেন। নৌকায় করে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় তারা প্রাণ হারান।

এছাড়া উদ্ধারকারীরা আরও বহু সংখ্যক অভিবাসীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্প্যানিশ সি রেসকিউ সার্ভিস রয়টার্সকে জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের স্প্যানিশ দ্বীপ ল্যাঞ্জারোট থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) দূরে স্প্যানিশ দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি নৌকায় থাকা পাঁচজনের মৃতদেহ সাগরে ভাসতে দেখা গেছে।

একজন মুখপাত্র বলেছেন, একটি উদ্ধারকারী বিমান দুটি নৌকাকে দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হতে দেখেছে এবং তাদের মধ্যে একটির জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। পরে বিমানটি দুটি লাইফ র‌্যাফট নিচে ফেলে দেয় এবং এতে করে একটি নৌকা থেকে ১৭ জনকে এবং অন্যটি থেকে ৮০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরে নৌকায় পাঁচজনের মৃতদেহও পাওয়া যায়। রাষ্ট্রীয় সংস্থা ইএফই জানিয়েছে, উদ্ধারকারী পরিষেবাগুলো এই সপ্তাহান্তে দেড় হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করেছে।

রোববার এটি জানিয়েছে, তিন সপ্তাহ আগে মৌরিতানিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকায় ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের কমপক্ষে ৪৮ জন মারা গেছে। গত শনিবার এল হিয়েরো দ্বীপের কাছে একই নৌকা থেকে আরও দশজন অভিবাসীকে উদ্ধার করা হয়।

পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। সেই তুলনায় অনেক কম সংখ্যক মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মূল ভূখণ্ডে যেতে চান।

সাধারণত সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা এই রুটটি ব্যবহার করে থাকেন।

ইনফো মাইগ্রেন্টস বলছে, গত ৩০ বছরে অন্তত দুই লাখ ৩০ হাজার অভিবাসী আফ্রিকার বিভিন্ন উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের অভিবাসন রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছেন। স্প্যানিশ সংবাদ সংস্থা ইইফই সংগৃহীত পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

এছাড়া চলতি বছরের শুরু থেকে গত ১৫ আগস্ট পর্যন্ত ক্যানারিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা ২২ হাজার ৩০০ ছাড়িয়েছে। যা ২০২৩ সালের একই সময়ের তুলনাই ১২৬ শতাংশ বেশি।

টিএম