লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ১৮, প্রাণহানি ৩ হাজার ছুঁই ছুঁই
লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ১৮ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণহানি পৌঁছেছে প্রায় তিন হাজারে।
সোমবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৮৬ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে।
এছাড়া এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৪০২ জন আহত হয়েছেন বলেও এক বিবৃতিতে বলা হয়েছে।
আনাদোলু বলছে, দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার আরও ১৮ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।
আরও পড়ুন
হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে সম্প্রতি হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।
টিএম