কয়েকদিনের মধ্যে ইরাক থেকে ইসরায়েলে বড় হামলা চালাবে ইরান
আগামী কয়েকদিনের মধ্যে দখলদার ইসরায়েলে বড় হামলা চালাবে ইরান। তবে এবার সরাসরি নিজেদের ভূখণ্ডের বদলে ইরাক থেকে হামলা চালাবে তেহরান। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছেন। এজন্য প্রস্তুতি নিচ্ছে ইরান।
নাম প্রকাশ না করার শর্তে দুই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, তারা ধারণা করছেন যুক্তরাষ্ট্রের ৫ আগস্টের নির্বাচনের আগেই হামলা হতে পারে।
বিজ্ঞাপন
আর এতে ব্যবহার করা হতে পারে অসংখ্য ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল।
এক্সিওসকে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরাকি সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে হামলা চালিয়ে ইরান মূলত একটি কৌশল অবলম্বন করছে। তাদের ধারণা ইরাক থেকে হামলা চালালে দখলদার ইসরায়েল সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে না।
সূত্র: রয়টার্স
এমটিআই