কর্মীর সঙ্গে প্রেমের জেরে মাইক্রোসফট ছাড়তে বাধ্য হন বিল গেটস
মেলিন্ডাকে বিয়ের ছয় বছরের মাথায় কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি মাইক্রোসফট ছাড়তে বাধ্য হন বিল গেটস। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদের খবর বিশ্বজুড়ে আলোড়ন ফেলার পর ওয়াল স্ট্রিট জার্নাল রোববার এমন খবর জানিয়েছে।
মার্কিন এই দৈনিক জানিয়েছে, ক্যারিয়ারের শিখরে থাকাকালীন দুই দশকের বেশি সময় আগের ওই ঘটনায় বিল গেটসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মাইক্রোসফট করপোরেশন। তদন্তে অভিযুক্ত হয়ে মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়াতে হয়েছিল বিল গেটসকে।
বিজ্ঞাপন
ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী, ঘটনা দুই দশক পুরনো হলেও মাইক্রোসফট বিষয়টি সম্পর্কে অবগত হয় ২০১৯ সালের শেষ দিকে। মাইক্রোসফটের এক নারী প্রযুক্তিবিদ চিঠি দিয়ে প্রতিষ্ঠানটিকে বিল গেটসের সঙ্গে তার বহু বছরের শারীরিক সম্পর্কের কথা জানান।
ঘটনা তদন্তের নির্দেশ দেয় বোর্ড। এ নিয়ে সমঝোতা যাতে না হয়, তাই মামলাটির ভার দেওয়া হয় এমন একটি আইনি সংস্থাকে যারা মাইক্রোসফটের সঙ্গে যুক্ত নয়। কিন্তু এর কিছুদিন পরই বিল গেটস তার পদ থেকে ইস্তফা দেন। ফলে মাঝপথে থমকে যায় তদন্ত।
মাইক্রোসফটের প্রধানের পদ থেকে বিল গেটসের ইস্তফার কারণ যে এই ধরনের একটি অভিযোগ, তা এর আগেও জানিয়ে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা বলেছিল, মাইক্রোসফটের বিচারে বিল গেটস অভিযুক্ত হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিল গেটস।
তবে বিল গেটস অবশ্য তখন তার পদত্যাগের অন্য কারণ দেখান। পদত্যাগের কারণ হিসেবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, প্রাতিষ্ঠানিক দায়িত্ব ছেড়ে দিয়ে দাতব্য ও সমাজকল্যাণমূলক কাজে এবার আরও বেশি মনযোগ দিতে চান তিনি।
ওয়াল স্ট্রিট জার্নাল গেটস’র এক মুখপাত্রকে উদ্ধৃত করেছে। সংবাদপত্রটিকে ওই মুখপাত্র নিজের নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই দশক আগে বিল এমন একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে তা শেষ হয়েছিল বন্ধুত্বপূর্ণভাবে, দুই পক্ষের সম্মতিতেই।
এএস