৩৮টি কুকুরকে নিয়ে এক কিলোমিটার পথ হেঁটে অন্যরকম বিশ্বরেকর্ড গড়েছেন কানাডার এক যুবক। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, এই যুবকের আগে কেউ একসঙ্গে এত কুকুর নিয়ে হাঁটেনি।

এরআগে ৩৬টি কুকুর নিয়ে এক কিলোমিটার পথ হেঁটেছিলেন দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি। সেটি ভেঙে দিয়েছেন মাইকেল রুডি।

ভিন্নরকম এই বিশ্বরেকর্ড গড়তে মাইকেল রুডিকে সহায়তা করেছে কে-৯ নামের একটি সংস্থা। যারা কুকুরকে আশ্রয় দিয়ে থাকে। সংস্থাটি রুডিকে ফিতার সঙ্গে বেঁধে ৩৮টি কুকুর দেয়। যেগুলো নিয়ে হেঁটে পরবর্তীতে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

যে কুকুরগুলো নিয়ে তিনি হেঁটেছেন সেগুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে কিছু কুকুর আছে যেগুলোকে হত্যা করে মাংস বিক্রির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন বিশ্বরেকর্ড গড়া মাইকেল রুডি।

তিনি জানিয়েছেন, এই বিশ্বরেকর্ড গড়ার আরেকটি উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে কুকুরগুলো সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া। যেন এগুলোকে মানুষ পোষার জন্য (এডপশন) নেন।

এমটিআই